এই মাসে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মিথুন রাশির উপর

বছরের অষ্টম মাস অগাষ্ট। পাশাপাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের অষ্টম মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
 

ইংরেজি বছরের অষ্টম মাস অগাষ্ট। আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের অষ্টম মাস। এ মাসে মোট ৩১ দিন। সম্রাট আউগুস্তুস ছিলেন রোমান সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। তার জন্মনাম ছিল গাইউস অক্তাভিউস। পরবর্তীতে তিনি নিজের নাম বদলে গাইউস ইউলিউস কায়েসার অক্তাভিয়ানুস রাখেন। এই রোমান সম্রাট আগস্টাসের সম্মানে মাসের নামকরণ করা হয় আগস্ট।

মিথুন রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ব্যক্তিদের উপর সেই ভাবে প্রতিফলিত হয়। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বৈশিষ্ট্য, কিন্তু এরা কাজ পাগল। এরা কখনও বিশ্বাস করে তো কখনও সন্দেহ করে। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ। বালকের মতোই এর কার্যকরিতা। এরা চিন্তাশীল কিন্তু কথা বেশি বলে। একই সঙ্গে কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। এরা প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগে। কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সব সময় ঠিক করতে পারে না। এরা তোষামোদ প্রিয় মানুষ। এই রাশির জাতকরা কখনও কুটিল, কখনও সরল। এদের মেধা শক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থিরমনা এবং নরম গরম ভাবযুক্ত। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- এই মাসে ব্যবসায় নতুন চাহিদা বৃদ্ধি পাবে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে

Latest Videos

আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশি

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


অগাষ্ট মাস কেমন প্রভাব ফেলবে-
অগাষ্ট মাসে মিথুন রাশির বিদেশে থাকা পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। এই মাসে মিথুন রাশির প্রেমের জীবন ভালোই থাকবে। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। এই রাশির ব্যক্তিদের নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। তবে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata