ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৬ মে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা তিথি। আজ এই শুভ তিথিতে শুভেচ্ছা জানান প্রিয়জনদের। এক ঝলকে দেখে নিন তেমন বার্তা পাঠাবেন। এই দিন পাঠাতে পারেন এই কয়টি বার্তা। দেখে নিন লিখতে পারেন কেমন মেসেজ।
পঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা বা বুদ্ধপূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩১ বৈশাখ রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ মে রবিবার শুরু হয়েছে বৌদ্ধ পূর্ণিমা তিথি। এদিন দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে তিথি। আর চলবে ১৬ মে সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত। প্রচলিত ধারণা অনুসারে, ভগবান বুদ্ধের জন্মবার্ষিকীতে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা। নেপালের লুম্বিনি নামক স্থানে ৫৬৩ খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের। সত্য অনুসন্ধানের জন্য তিনি পরিবার ত্যাগ করেন। তারপর তিনি বোধি গাছের নীচে বসে ৪৯ দিন কঠোর তপস্যা করেন। সে কারণে তাঁর আরেক নাম বোধিসত্ত্ব। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক শিক্ষক। তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আজ এই শুভ তিথিতে শুভেচ্ছা জানান প্রিয়জনদের। এক ঝলকে দেখে নিন তেমন বার্তা পাঠাবেন। এই দিন পাঠাতে পারেন এই কয়টি বার্তা। দেখে নিন লিখতে পারেন কেমন মেসেজ।
‘জ্ঞান, প্রতিপত্তি, সম্মান অর্থ সবই প্রাপ্তি হোক বুদ্ধপূর্ণিমার শুভ তিথিতে। শান্তি বিরাজ করুক। শুভ বুদ্ধ পূর্ণিমা।’ পাঠাতে পারেন এই বার্তা।
‘ভগবান বুদ্ধের কৃপায় আপনি হয়ে উঠুন ভাগ্যবান, সমৃদ্ধশালী এবং সেই পথটি সন্না পান যেখানে বিরাজ করে চির সুখ ও শান্তি পাবেন। শুভ বুদ্ধ পূর্ণিমা।’
‘অতীতে বাস করবেন না, ভবিষ্যতের স্বপ্ন দেখবেন না। শুধু বর্তমান মুহূর্তেই মনোনিবেশ করুন। শুভ বুদ্ধ পূর্ণিমা।’
‘স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা তোমার জন্য।’
‘ভগবান বুদ্ধের হাত সর্বদা, আপনার মাথায় থাকুক, সুখ ও সমৃদ্ধি আপনার সঙ্গে থাকুক। আপনার সকল চাওযা পাওয়া হোক পূর্ণ। শুভ বুদ্ধ পূর্ণিমা।’
অথবা পাঠাতে পারেন ভগবান বুদ্ধের বাণী। লিখতে পারেন-
‘প্রতিদিন সকালে আমরা আবার জন্মগ্রহণ কপি। আজকে আমরা যা করি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
‘আপনি আপনার রাগের জন্য শাস্তি পাবেন না, আপনি আপনার রাগের দ্বারা শাস্তি পাবেন।’
‘যদি আপনি কারও জন্য একটি প্রদীপ জ্বালান, তবে এটি আপনার পথকেও উজ্জ্বল করবে।’
‘সুখ তাদের কাছে কখনই আসবে না যারা তাদের ইতিমধ্যে যা আছে তা উপলব্ধি করতে ব্যর্থ হয়।’
‘আপনি যত শান্ত হবেন, তত বেশি শুনতে পাবেন।’- এমন বাণী পাঠাতে পারেন প্রিয়জনকে।
আরও পড়ুন- পালিত হচ্ছে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন এই বিশেষ তিথির তাৎপর্য
আরও পড়ুন- বছরের প্রথম চন্দ্রগ্রহণ, জেনে নিন এই গ্রহণ সম্পর্কিত পৌরানিক কিছু কাহিনি
আরও পড়ুন- বছরের দ্বিতীয় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত