বাস্তুর নিয়ম মেনে অতিথি কক্ষ সাজান, পরিবারের ভাগ্য় বদলান

  • অতিথি কক্ষের ঘর হওয়া উচিত দক্ষিন-পশ্চিম দিকে 
  • অতিথি কক্ষে অবশ্য়ই ফ্রেশ ফুল দিয়ে সাজিয়ে রাখুন 
  •  দোতলা বাড়ি হলে, দোতলাতেই অতিথি কক্ষ রাখুন
  • অতিথি কক্ষে  কখনই অ্য়াকোর্রিয়াম রাখবেন না

Ritam Talukder | Published : Nov 25, 2019 6:44 AM IST / Updated: Nov 25 2019, 04:16 PM IST


আমরা সবাই জানি অতিথি দেব ভব। তাই যেই আপনার বাড়িতে অতিথি হয়ে আসুক,  তাঁর ঠিক মত যত্ন নিলে আপনার পরিবারের খুবই মঙ্গল হবে। তবে সেই যত্ন হওয়া উচিত একবারেই বাস্তুরীতি মেনে। তবে তা ফলপ্রসু হবে। তাই বাস্তুমতে সেই অতিথি কক্ষের ঘরের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত। তাতেই সবার মঙ্গল হয়। তাহলে জেনে নিন ,অতিথি কক্ষের বাস্তুরীতির খুতিনাটি নিয়ম গুলি- 

অতিথি কক্ষের ঘর হওয়া উচিত নক্ষত্র কোণে। এটি আপনার বাড়ির দক্ষিন-পশ্চিম দিক বরাবর হবে। পরিবারের আর বাকি সবাইয়ের ঘর , পূর্ব কিংবা উত্তর-পশ্চিম দিকে হলে সবচেয়ে ভালো হয়।উত্তর-পূর্ব দিকটা  বাস্তুমতে এড়িয়ে যাওয়াই ভালো। অতিথি কক্ষে কখনই কোনও অ্য়াকোর্রিয়াম রাখবেন না। আপনার যদি দোতলা বাড়ি হয়, তাহলে 
দোতলার ঘরেই অতিথি কক্ষ রাখুন। 

অতিথি কক্ষের ঘরে অবশ্যই  উত্তর দিকের দেওয়ালে একটি ঘড়ি টানানো উচিত।  এই ঘরে ভাবেই যেনও কোনও আয়না না থাকে। কারন কোনও নেঘেটিভ শক্তি তাঁর ঘরে প্রবেশ করবেনা। তাঁর শরীর-মন ভালো থাকবে। সবসময় খেয়াল রাখবেন আপনার অতিথি যদি খুশি হয়, আপনার বাড়ি এসে তাহলে আপনার কল্য়াণ অবশ্য়ই হবে। অতিথি কক্ষে অবশ্য়ই ফ্রেশ ফুল দিয়ে সাজিয়ে রাখুন। কৃত্রিম ফুল থেকে বিরত থাকুন। 

আশা করা যায় ,এই নিয়মগুলি মেনে চললে আপনার পরিবারের মঙ্গল হবে। 

Share this article
click me!