সপ্তাহের এই দিন ভুলেও চুল কাটবেন না, হতে পারে অমঙ্গল, জেনে নিন কোন দিন চুল কাটা উচিত

সকলেই চুল কাটতে কিংবা দাড়ি কাটতে ছুটির দিন বেছে নেয়। তবে, জানেন কি রবিবার (Sunday) চুল কাটা শাস্ত্র মতে ঠিক কি না? জ্যোতিষ শাস্ত্রে চুল ও দাড়ি কাটার জন্য নির্দিষ্ট দিনের উল্লেখ আছে। জ্যোতিষ (Astrology) মেনে চুল কাটলে মেনে চলতে পারেন কয়টি নিয়ম। জেনে নিন কোন দিনে চুল কাটা উচিত, কোন দিন নয়।

ছুটির দিন মানে পার্লারে (Parlour) যাওয়া, আই ব্রো শেপ করা, চুল কাটার (Hair cut) জন্য এটাই আদর্শ দিন। ছেলেদের ক্ষেত্রেও নিয়মটা একই। সকলেই চুল কাটতে কিংবা দাড়ি কাটতে ছুটির দিন বেছে নেয়। তবে, জানেন কি রবিবার (Sunday) চুল কাটা শাস্ত্র মতে ঠিক কি না? জ্যোতিষ শাস্ত্রে চুল ও দাড়ি কাটার জন্য নির্দিষ্ট দিনের উল্লেখ আছে। জ্যোতিষ (Astrology) মেনে চুল কাটলে মেনে চলতে পারেন কয়টি নিয়ম। জেনে নিন কোন দিনে চুল কাটা উচিত, কোন দিন নয়।

শাস্ত্র মতে, রবিবার (Sunday) হল রৌদ্রোজ্জ্বল দিন। রবিবার মহাভারতের অনুসাসন পর্বের শুরু হয়। এই দিন মোটেও চুল কাটবেন না। শাস্ত্র অনুসারে, রবিবার চুল ও দাড়ি কাটলে সম্পদ, জ্ঞান এ ধর্মের ধ্বংস হয়। 

Latest Videos

সোমবার (Monday) চুল কাটার জন্য মোটেও শুভ নয়। এই দিনটি চুল কাটা মানসিক অবনতি কারণ হতে পারে। সোমবার চুল না কাটাই ভালো। এই দিন শিশুদের চুল কাটা উচিত নয়। 

মঙ্গলবার (Tuesday) চুল কাটলে অকাম মৃত্যু ঘটতে পারে। নখ, ও চুল এদিন না কাটাই ভালো। এই দিন বাচ্চাদেরও চুল কাটবেন না। এতে অমঙ্গল হতে পারে। 

বুধবার (Wednesday) চুল ও নখ কাটার জন্য শুভ দিন মনে করা হয়। এই দিন চুল কাটলে সম্পদ বৃদ্ধি ঘটে। সঙ্গে আর্থিক বৃদ্ধিও ঘটতে পারেন। এই দিন চুল, দাড়ি ও নখ কাটতে পারেন। 

বৃহস্পতিবার (Thursday) ভুলেও চুল কাটবেন না। এই দিন চুল কাটা অর্থের ক্ষতি কারণ হতে পারে। এমনিতে, মা লক্ষ্মী পুজিত হন বৃহস্পতিবার। সে কারণে অনেকেই চুল কাটেন না এইদিন। ফলে, বৃহস্পতিবার চুল কাটা এড়িয়ে চলুন। 

শুক্রবার (Friday) চুল কাটলে লাভ ও খ্যাতি বৃদ্ধি পায়। শাস্ত্র মতে বুধ ও শুক্র চুল ও নখ কাটার জন্য শুভ দিন মনে করা হয়। এতে সকল অমঙ্গল থেকে মুক্তি পেতে পারেন। 

শনিবার (Saturday) চুল কাটাও অশুভ। এই দিন চুল কাটলে অকাল মৃত্যু কারণ হতে পারে। 

পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত চুল ও নখ কাটা প্রয়োজন। কিন্তু, বার দেখে চুল কাটেনন না অনেকেই। এতে অজান্তে হতে পারে অমঙ্গল। এবার থেকে চুল কাটার আগে জেনে নিন শাস্ত্র মত। 

আরও পড়ুন: এই রাশির মেয়েদের হাতে রয়েছে রাজ যোগ, এদের হাতে সম্পদের অভাব হয় না কখনও

আরও পড়ুন: এই সপ্তাহ ৭ রাশির আর্থিক সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন সপ্তাহের রাশিফল

আরও পড়ুন: ঋণের বোঝা থেকে মুক্তি পেতে মেনে চলুন বাস্তু টোটকা, জেনে নিন কী করবেন
 

Share this article
click me!

Latest Videos

স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
BGB'র বাধা! কাঁটাতারের বেড়া দিল গ্রামবাসীরা, রক্ষা করল BSF | India Bangladesh Border | #shorts |
বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য Canning-এ | South 4 Parganas News Today