শনিবার দিন শ্যাম্পু করছেন কিংবা রেস্তোরাঁয় খাচ্ছেন? এই ছয় কাজে হতে পারে অমঙ্গল

Published : Aug 20, 2022, 03:13 PM IST
শনিবার দিন শ্যাম্পু করছেন কিংবা রেস্তোরাঁয় খাচ্ছেন? এই ছয় কাজে হতে পারে অমঙ্গল

সংক্ষিপ্ত

শনিবার দিন শ্যাম্পু করেন অনেকে। ছুটি থাকে বলে সেটাই সুবিধা সকলের কাছে। তেমনই, শনিবার মানে রেস্তোরাঁয় খাওয়া। জানেন কি এমন ছোট ছোট ভুলেই হতে পারে অমঙ্গল। শনি দেবতার রোষে পড়তে পারেন। তাই ভুলেও এই ছয় কাজ করবেন না।  

হিন্দু শাস্ত্র, ১৩৩ কোটি শক্তির পুজোর উল্লেখ আছে। এই সকল দেব দেবতাদের পুজোর জন্য আলাদা আলাদা তিথি, আলাদা আলাদা দিনের কথা উল্লেখ আছে শাস্ত্রে। তেমনই উল্লেখ রয়েছে বিভিন্ন টোটকার। শাস্ত্র মতে, অজান্তে করা ভুলের কারণে অনেকেই দেবতার রোষে পড়েন। তেমনই গ্রহের কারণে কারও জীবনে নেমে আসে খারাপ সময়। সেই সময় কাটিয়ে ওঠা কঠিন হয়ে দাঁড়ায় সব সময়। এমন সমস্যা থেকে মুক্তি পেতে ছোটখাটো ভুল এড়িয়ে চলুন। যেমন শনিবার দিন শ্যাম্পু করেন অনেকে। ছুটি থাকে বলে সেটাই সুবিধা সকলের কাছে। তেমনই, শনিবার মানে রেস্তোরাঁয় খাওয়া। জানেন কি এমন ছোট ছোট ভুলেই হতে পারে অমঙ্গল। শনি দেবতার রোষে পড়তে পারেন। তাই ভুলেও এই ছয় কাজ করবেন না।  

শাস্ত্র মতে, শনিবার চুল ধোবেন না। ভুলেও শনিবার দিন শ্যাম্পু করবেন না। এতে সংসারে অমঙ্গল হতে পারে। এতে পরিবারে অমঙ্গল নেমে আসে তেমনই ব্যবসায় ক্ষতি হতে পারে। শনি দেবতার রোষে পড়তে পারেন। তাই ভুলেও এই ছয় কাজ করবেন না।  

শনিবার দিন কিনবেন না লোহার দ্রব্য। শাস্ত্র মতে, শনিবার দিন লোহা কিংবা লোহার তৈরি জিনিস কিনলে সংসারে অশান্তি দেখা দিতে পারে, তেমন হতে পারে আর্থিক ক্ষতি। 

শনিবার দিন সরষের তেল কিনবেন না। শাস্ত্র মতে, শনিবার সরষের তেল কিনলে দরিদ্র হয়ে যেতে পারে। আর্থিক ক্ষতি হতে পারে সরষের তেল কিনলে। শনি দেবতার রোষে পড়তে পারেন। তাই ভুলেও এই ছয় কাজ করবেন না।  

শনিবার মানেই অনেকের কাছে রেস্তোরাঁর খাবার। অধিকাংশই এই দিন রেস্তোরাঁয় যান। আর রেস্তোরাঁ মানে মাংস খাওয়া। এই ভুল আর করবেন না। শনিবার দিন মাংস খেলে অমঙ্গল হতে পারে। মেনে চলুন এই বিশেষ নিয়ম। 

লবণ কিনবেন না ভুলেও। শনিবার ঘরে নুন আনা অশুভ বলে মনে করা হয়। বাস্তু মতে, শনিবার নুন কিনলে অমঙ্গল হতে পারে। ভুলেও শনিবার নুন কিনবেন না। 

শনিবার দিন তিল কেনা অমঙ্গলের কারণ হতে পারে। এই দিন তিল কিনবেন না। এতে অমঙ্গল হতে পারে। তেমনই দরিদ্র্য হয়ে যেতে পারেন তিল কিনবেন। শনির রোষে পড়তে পারেন তিল কিনবে। মেনে চলুন এই বিশেষ এই নিয়ম। 

 

আরও পড়ুন- এই তিন কারণে মীন আর মিথুন রাশির দাম্পত্য জীবন হয় সুখের, জেনে নিন কী এই কারণ

আরও পড়ুন- সব সময় এদের মেজাজ থাকে তিরিক্ষে, বদমেজাজী হন এই তিন রাশির ছেলে-মেয়েরা

আরও পড়ুন- 'স্ত্রীরা সব সময়ে স্বামীদের কাছে এই ৩ জিনিস গোপন রাখে, জিজ্ঞাসা করলেও অস্বীকার করে' -চাণক্য নীতি
 
 

PREV
click me!

Recommended Stories

মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির
Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল