ভগবান শিবের ছবি রাখার আগে জেনে নিন বাস্তু মত, ভুল দিকে ছবি রাখলে হতে পারে অমঙ্গল

বাস্তু (Vastu) মতে, ঠাকুর ঘর সাজানোরও নির্দেষ আছে। সঠিক ভাবে ঠাকুর ঘর না সাজালে বাস্তু দোষ তৈরি হয়। এতে সংসারে নেমে আসে অমঙ্গল। সকলের বাড়িতেই ভগবান শিবের (Lord Shiv) ছবি আছে। এই ছবি এবার রাখুন সঠিক দিকে। তা না হলে, সমস্যা দেখা দিতে পারে।

জ্যোতিষ বিজ্ঞানের (Astrology) একটি গুরুত্বপূর্ণ অংশ হল বাস্তু। বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশ নয়। শাস্ত্র মতে, বাড়ির একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই বাস্তুর অন্তভূক্ত। তাই পরিবারে শান্তি বজায় রাখতে মেনে চলতে হবে সব কয়টি। শাস্ত্রে, সব সমস্যার সমাধান আছে। বাস্তু মতে, বাড়িতে দোষ থাকলে তা সকল উন্নতিতে বাধা দেয়। এর ফলে একদিকে যেমন নতুন কাজে বাধা আসে, তেমনই পরিবারের সকল সদস্য শারীরিক সমস্যায় ভোগেন। তাই সব দিক থেকে সুস্থ থাকতে ও স্বাভাবিক জীবন যাপন করতে মেনে চলুন বাস্তু টোটকা। 

বাস্তু মতে, ঠাকুর ঘর সাজানোরও নির্দেষ আছে। সঠিক ভাবে ঠাকুর ঘর না সাজালে বাস্তু দোষ তৈরি হয়। এতে সংসারে নেমে আসে অমঙ্গল। সঙ্গে সকল উন্নতিতে বাধা দেয়। সমস্যা লেগে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। বাস্তু মতে, ঠাকুর ছবি ঠিক দিকে রাখতে হয়। তা না হলে সমস্যা দেখা দিতে পারে। 

Latest Videos

সকলের বাড়িতেই ভগবান শিবের (Lord Shiv) ছবি আছে। এই ছবি এবার রাখুন সঠিক দিকে। বাস্তু মতে, পূর্ব দিকে শিবের ছবি রাখতে হয়। ভগবান শিব কৈলাসে বাস করেন। আর কৈলাস পর্বত হল পূর্ব দিকে। সে কারণে ভগবান শিবের কৃপা পেতে পূর্ব দিকে তাঁর ছবি রাখুন।  অন্যদিকে, ভুলেও ভগবান শিবের ক্রোধের ছবি বাড়িতে রাখবেন না। বাস্তু মতে, এই ক্রোধের ছবি অমঙ্গল ডেকে আনে। ভগবান শিবের ক্রোধের ছবি ঘরে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগে থাকে। তাই ভুলেও এই ছবি রাখবেন না। জ্যোতিষ (Astrology) মতে, ঠাকুর ঘরে এমন কোনও ঠাকুরের ছবি রাখবেন না, যিনি যুদ্ধের ভঙ্গিতে আছেন। যুদ্ধক্ষেত্রে ভগবানের ছবি কিংবা কোনও ঠাকুরের রুদ্র মূর্তির ছবি রাখবেন না। এমন ভগবানের ছবি রাখতে নেই। ভগবান শিবের ছবি রাখার আগে এই কয়টি জিনিস অবশ্যই মেনে চলুন। 

আরও পড়ুন: Vastu Tips For Positive Energy: বাড়ির এই নির্দিষ্ট দিকে ফুল গাছ রাখুন, তৈরি হবে পজিটিভ এনার্জি

আরও পড়ুন: Vastu Problems in Home: বাড়িতে বাস্তু দোষ হয়েছে বুঝবেন কী করে, রইল টিপস

তাছাড়া সকলের ঘরেই একাধিক গণেশ মূর্তি (Ganesh Idols) থাকে। গণেশ মূর্তি উপহার দেওয়ার চল বেশ প্রচলিত। আর অনেকেই সকল গণেশ মূর্তি ঠাকুর ঘরে রেখে দেন। এটা ভুলেও করবেন না। জ্যোতিষ মতে, একই জায়গায় দুটি গণেশ মূর্তি রাখা উচিত নয়। বাড়িতে একাধিক গণেশ মূর্তি থাকলে তা আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। তা না হলে সংসারে (Family) খারাপ প্রভাব পড়বে।
 

Share this article
click me!

Latest Videos

'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
‘Bangladesh পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে!’ বিস্ফোরক মন্তব্য Sovondeb Chatterjee-এর
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today