বৃহস্পতিবার শ্যাম্পু করলে অকল্যাণ হয়, এই কথা বলার কারণ জেনে নিন

Published : May 19, 2022, 07:05 AM IST
বৃহস্পতিবার শ্যাম্পু করলে অকল্যাণ হয়, এই কথা বলার কারণ জেনে নিন

সংক্ষিপ্ত

জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি দেবগুরু বৃহস্পতির দিন। বৃহস্পতি মহিলার স্বামী ও সন্তানদের প্রভাবিত করেন।  মনে করা হয় কোনও মহিলা বৃহস্পতিবার শ্যাম্পু করলে কুপিত হল বৃহস্পতি। তাতে স্বামী ও সন্তানদের অকল্যাণ হয়।

বৃহস্পতিবার চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিৎ নয়। এই কথাটা অনেকেই বলে থাকেন। বিশেষত পরিবারের বড় সদস্যরা এই কথা বলে থাকেন। কিন্তু আপনি জানেন কি কেন এজাতীয় কথা বলা হয়? এই দিনটিতে মহিলাদের যেমন শ্যাম্পু করতে নিষেধ করা হয় তেমনই পুরুষদের দাঁড়ি কামাতে আর নখ কাটতে মানা করা হয়। কিন্তু একটি একটি কারণ রয়েছে। 

প্রচলিত কাহিনি অনুযায়ী অনেকে বিশ্বাস করেন, বৃহস্পতিবার মহিলাদের চুল পরিষ্কার করা ঠিক নয়। এই বিশেষ দিনটি মহিলা ও পুরুষ উভয়কেই নখ কাটতে বাধা দেওয়া হয়। পাশাপাশি পুরুষদেরও চুল কাটতে নিষেধ করা হয়। মনে করা হয় এই কাজগুলি করলে মা লক্ষ্মী অপ্রসন্ন হন। বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মী-নারায়ণের দিন হিসেবে চিহ্নিত করা হয়। 

আর জ্যোতিষশাস্ত্র মতে এই দিনটি দেবগুরু বৃহস্পতির দিন। বৃহস্পতি মহিলার স্বামী ও সন্তানদের প্রভাবিত করেন।  মনে করা হয় কোনও মহিলা বৃহস্পতিবার শ্যাম্পু করলে কুপিত হল বৃহস্পতি। তাতে স্বামী ও সন্তানদের অকল্যাণ হয়। সংসারে অশুভ প্রভাব পড়ে সেই জন্য এই বিশেষ দিনটিতে চুল মহিলাদের শ্যাম্পু করতে নিষেধ করা হয়। 

অনেকেই আবার মনে করেন এই বিশেষ দিনটিতে চুল ও নখ কাটলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। যেকোনও ব্যক্তি বা পরিবারের জন্য নেমে আসে আর্থিক দুর্বলতা। 

বৃহস্পতিবার শুভফল পেতে এগুলি করতে পারেন-
বৃহস্পতিবার পুরুষ ও মহিলা সকলেই হলুদ রঙের কাপড় পরতে পারেন। তাতে প্রসন্ন হয় দেবগুরু বৃহস্পতি। এই দিনটিতে লক্ষ্মী ও নারায়নের পুজো করা উচিৎ। এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ রঙের ফুল ও খাবার উৎসর্গ করতে পারেন। 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: আজ বিশেষ কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে! দেখে নিন আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল