কুম্ভ রাশিকে ভুলেও এই পাঁচটি কথা বলবেন না, বেজায় চটে যায় এরা

কুম্ভ রাশির অধিকর্তা হল শনি। শনি গ্রহের জাতকরা একা থাকতে পছন্দ করেন। এদের মনে অস্থিরতা লক্ষ্য করা যায়। গণিত, জ্যোতিষ, বিজ্ঞান বিষয় পারদর্শী হয়ে থাকেন। এরা ভাবুক, দার্শনিক ও ধর্ম পরায়ণ ব্যক্তি হয়ে থাকেন।

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি। এদের অধিকর্তা হল শনি। শনি গ্রহের জাতকরা একা থাকতে পছন্দ করেন। এদের মনে অস্থিরতা লক্ষ্য করা যায়। গণিত, জ্যোতিষ, বিজ্ঞান বিষয় পারদর্শী হয়ে থাকেন। এরা ভাবুক, দার্শনিক ও ধর্ম পরায়ণ ব্যক্তি হয়ে থাকেন। জ্যোতিষ মতে এরা কয়টি কথা পছন্দ করেন না। 

কেউ এদের বোকা বললে এরা খুব রেগে যান। এরা নিজেদের ভাবনা চিন্তা নিয়ে সারাক্ষণ গর্বিত থাকেন। সে কারণে কেউ এদের বোকা বলুক তা পছন্দ হয় না। এদের মধ্যে অধিক আত্মসম্মান বোধ থাকে। সে কারণে, এরা সহজে রেগে যান। 

জ্যোতিষ মতে, গণিত, জ্যোতিষ, বিজ্ঞান বিষয় পারদর্শী হয়ে থাকেন। নতুন কিছু সৃষ্টিকে এদের আগ্রহ থাকে বিস্তর। এরা কঠোর পরিশ্রমীও হন। তাই কেউ যদি এদের কোনও সৃষ্টিকে অপমান করেন বা তুচ্ছ বলে মনে করেন, তাহলে এরা রেগে যান। তাই এদের কোনও কাজের নিন্দা করবেন না। সেক্ষেত্রে দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন। 

তাদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন না। এরা জেদী ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন। এরা সব ধরনের জিনিস জানতে আগ্রহী হন। সেই কারণে এদের বোকা বানানো কঠিন। আর ভুলেও এদের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলবেন না। এই কথায় খুব রেগে যায় এরা।  এদের মধ্যে অধিক আত্মসম্মান বোধ থাকে। সে কারণে, এমন প্রশ্ন পছন্দ করেন না কুম্ভ রাশির ছেলে মেয়েরা। কেউ এমন প্রশ্ন করলে ঝগড়ায় লিপ্ত হন এরা। 

এদের সামনে কারও সমালোচনা করবেন না। এরা একেবারেই সমালোচনা পছন্দ করেন না। এমনকী, এদের নামে কাউকে সমালোচনা করবেন না। এরা যদি জানতে পারে কেউ তার নামে সমালোচনা করেছে, তাহলে এরা খুবই রেগে যায়। যে কোনও সমস্যা এরা সরাসরি মিটিয়ে নিতে চায়। পিছনে কথা বলা একেবারে পছন্দ করেন না এরা। তাই ভুলেও কুম্ভ রাশির জাতক জাতিকার প্রসঙ্গে কারও কাছে সমালোচনা করবেন না। এতে এরা বেজায় চটে যায়। তাই কুম্ভ রাশির জাতক জাতিকার সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে চাইলে তাদের প্রসঙ্গে এই কয়টি কথা অবশ্যই মনে রাখুন। তা না হলে, পরে সমস্যায় পড়তে পারেন। এই কয়টি ভুলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এদের সঙ্গে।

আরও পড়ুন- নববর্ষে পালন করুন হলুদের তিনটি টোটকা, নতুন বছরে দূর হবে আর্থিক জটিলতা

Latest Videos

আরও পড়ুন- এই চার রাশির সঙ্গে সম্পর্কে যৌন সুখ পান বৃষ রাশির ছেলে মেয়েরা, দেখে নিন তালিকা

আরও পড়ুন- প্রবেশ দ্বারে লাগান ফেং শুই আয়না, জেনে নিন কীভাবে এই আয়না আপনার সংসার রক্ষা করবে 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury