প্রবেশ দ্বারে লাগান ফেং শুই আয়না, জেনে নিন কীভাবে এই আয়না আপনার সংসার রক্ষা করবে

অনেকেই ঘর সাজাতে মেনে চলেন ফেং শুই টোটকা। ঘরে রাখেন লাফিং বুদ্ধ,  তিন পায়া ব্যাং-এক মতো ফেংশুই আইটেম। এবার থেকে সৌভাগ্য ফিরে পেতে ফেং শুই টোটকা মেনে আয়না রাখুন। ফেং শুই অনুসারে বাড়ির প্রধান দরজদায় আয়না রাখলে সব কাজে সফল হবে। জেনে নিন ঠিক কেন আয়না রাখা উচিত।  

যে কোনও কাজে সফল হতে কে না চায়, কাজের সঠিক পারিশ্রমিক পাওয়া যায়, তাও সকলেরই কাম্য। তবে, ভাগ্য সঙ্গে না দিলে তা হওয়া মুশকিল। ভাগ্য সাথে না থাকলে কোনও কাজে সফল হওয়া বেশ কঠিন। হাজার পরিশ্রম সত্ত্বেও সব সময় সাফল্য মেলে না, অকারণ অর্থ ব্যয় কিংবা আর্থিক ক্ষতি লেগেই থাকে। এই সৌভাগ্য ফিরে পেতে মেনে চলুন ফেং শুই টিপস। 

অনেকেই ঘর সাজাতে মেনে চলেন ফেং শুই টোটকা। ঘরে রাখেন লাফিং বুদ্ধ,  তিন পায়া ব্যাং-এক মতো ফেংশুই আইটেম। এবার থেকে সৌভাগ্য ফিরে পেতে ফেং শুই টোটকা মেনে আয়না রাখুন। ফেং শুই অনুসারে বাড়ির প্রধান দরজদায় আয়না রাখলে সব কাজে সফল হবে। জেনে নিন ঠিক কেন আয়না রাখা উচিত।  

Latest Videos

ফেং শুই অনুসারে বাড়ির সামনের দরজায় আয়না রাখা শুভ। এতে নাকি সৌভাগ্য আসে পারে। আয়না রাখলে পরিবারের সকল সদস্যের ভাগ্য খুলে যাবে। এমনকী, এই আয়না ঘরে নেতিবাচক এনার্জি প্রবেশ করতে দেয় না। নানা কারণে প্রায় সকলের বাড়িতেই নেতিবাচক শক্তি তৈরি হয়। যা সব কাজে বাধা দেয়। এমনকী, আর্থিক ক্ষতি, শারীরিক জটিলতা এই সবের কারণেই এই নেতিবাচক শক্তি। ঘরে এমন শক্তি থাকলে একাধিক সমস্যায় পড়তে পারেন। তাই সবার আগে মেনে চলুন এই টোটকা প্রবেশ দ্বারের সামনে লাগান আয়না। এতে দূর হবে সকল বিপত্তি। 

তাছাড়াও ঘর সাজাতে পারেন একাধিক ফেং শুই আইটেম দিয়ে। ফেংশুই আইটেমের মধ্যে লাফিং বুদ্ধ বেশ খ্যাত। খুঁজলে প্রায় সকলের বাড়িতেই লাফিং বুদ্ধ পাওয়া যাবে। ঘরে লাফিং বুদ্ধ রাখতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তিন পায়া ব্যঙ রাখতে পারেন বাড়িতে। পারিবারের অর্থিক অভাব দূর হবে এই ব্যাঙের গুণে। রাখতে পারেন লাকি বাম্বু। সম্পদ, সমৃদ্ধির প্রতীক হল লাকি বাম্বু। অফিসের উত্তর পূর্ব কোণায় রাখুন এই গাছ। সৌভাগ্য ফিরে পেতে রাখতে পারেন ক্রিস্টাল লোটাস। এটি রাখলে যেমন আর্থিক উন্নতি ঘটবে, তেমন সব কাজে সফল হবেন। ফেং শুই অনুসারে, এই পদ্ম সৌভাগ্য বয়ে আনে। অর্থাৎ সকল বাধা দূর করতে মেনে চলুন ফেংশুই টোটকা। এই টোটকা সব কাজে সফল হতে সাহায্য করবে। আর বাড়ির প্রবেশ দ্বারে অবশ্যই লাগান ফেং শুই মিরর।      

আরও পড়ুন- এপ্রিলে রাশি পরিবর্তন করছে শনি-রাহু-কেতু, হনুমান জয়ন্তীর বিশেষ পুজোয় কাটিয়ে উঠুন দোষ

আরও পড়ুন- বিবাহিত মহিলাদের কখনই এই জিনিসগুলি পরা উচিত নয়

আরও পড়ুন- এই মানুষের রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়, নইলে হতে পারে জীবনে চরম সর্বনাশ
 

Share this article
click me!

Latest Videos

'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি