স্বপ্নে বিশ্বাস না হলেও এই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। প্রায় সবাই কোনও না কোনও সময় এই ধরনের স্বপ্ন দেখেছেন। আর এই স্বপ্ন দেখার জন্য খুব বেশি গভীর ঘুমের কোনও দরকার পড়ে না। হালকা ঘুমের মধ্যেই এই স্বপ্ন দেখা যায়। যা সবাইকে কাঁপিয়ে ঘুম ভাঙিয়ে দেয়।
কম বেশি স্বপ্ন (Dream) সবাই দেখেন। অনেকে আবার স্বপ্ন দেখতে বেশ ভালোবাসেন (People Loved to watch Dream)। আবার ভালো কিছু দেখলে তাও আবার প্রিয়জনদের শোনান। অনেক সময় আবার খারাপ স্বপ্ন দেখে মনও ভেঙে যায় অনেকেরই। কয়েকজন আবার স্বপ্নে বেশ বিশ্বাসও (People have Faith in Dream) রাখেন। আর স্বপ্ন যদি ভালো হয় তাহলে তো কোনওই কথাই নেই। মনও বেশ খুশিতে ভরে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এক একটি স্বপ্নের এক এক ধনের মানে রয়েছে। তবে বেশিরভাগ মানুষই সেই সব বিষয়ে খুব একটা গুরুত্ব না। তবে কম বেশি অনেকেই এক ধরনের স্বপ্ন দেখেন, আর তা হল কোনও উঁচু জায়গা (Falling From some where) থেকে পড়ে যাওয়ার স্বপ্ন। যা দেখার সঙ্গে সঙ্গেই গোটা শরীর কেঁপে ওঠে। ঘুমই ভেঙে যায়।
স্বপ্নে বিশ্বাস না হলেও এই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। প্রায় সবাই কোনও না কোনও সময় এই ধরনের স্বপ্ন দেখেছেন। আর এই স্বপ্ন দেখার জন্য খুব বেশি গভীর ঘুমের কোনও দরকার পড়ে না। হালকা ঘুমের মধ্যেই এই স্বপ্ন দেখা যায়। যা সবাইকে কাঁপিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। রোজ না দেখলেও প্রায়ই এই স্বপ্নের দেখা পাওয়া যায় 'বন্ধ চোখে'। কিছু স্বপ্ন সুখ ও সৌভাগ্যের সঙ্কেত হিসেবে মানা হয়, আবার কিছু দুঃখ-এর সঙ্কেত হিসেবে বিবেচনা করা হয়। তবে উঁচু থেকে পড়ে যাওয়ার এই স্বপ্নের মানে কি জানেন? আসলে স্বপ্নশাস্ত্র অনুসারে, এক একটি জায়গায় থেকে পড়ে যাওয়ার এক একরকম ব্যাখ্যা রয়েছে।
আরও পড়ুন- ভোরবেলা এই স্বপ্নগুলো দেখলেই হতে পারে ধন লাভ, জানুন কোন ইচ্ছাপূরণ হতে চলেছে আপনার
আরও পড়ুন- বাস্তু মতে বাড়ির ঠাকুর ঘর রাখুন এই দিকে, না হলেই সংসারের অমঙ্গল নিশ্চিত
বিশেষজ্ঞদের মতে, এমন কিছু স্বপ্ন থাকে যা ইঙ্গিত দেয় সুসময়ের। আসলে তা দেখার ফলে আপনার হাতে টাকা আসতে পারে। কোনওটা আবার দুঃসময়ের ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা অর্থ রয়েছে। আপনার স্বপ্নের কোনও অর্থ রয়েছে কিনা দেখে নিন।
আরও পড়ুন- ঠাকুর ঘর সজ্জার সময় মাথায় রাখুন এই পাঁচটি জিনিস, তা না হলে দেখা দিতে পারে অমঙ্গল