মাঝে মধ্যেই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুম ভাঙছে, জানেন এগুলো কীসের ইঙ্গিত

Published : Mar 21, 2022, 02:54 PM ISTUpdated : Mar 21, 2022, 03:12 PM IST
মাঝে মধ্যেই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে ঘুম ভাঙছে, জানেন এগুলো কীসের ইঙ্গিত

সংক্ষিপ্ত

স্বপ্নে বিশ্বাস না হলেও এই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। প্রায় সবাই কোনও না কোনও সময় এই ধরনের স্বপ্ন দেখেছেন। আর এই স্বপ্ন দেখার জন্য খুব বেশি গভীর ঘুমের কোনও দরকার পড়ে না। হালকা ঘুমের মধ্যেই এই স্বপ্ন দেখা যায়। যা সবাইকে কাঁপিয়ে ঘুম ভাঙিয়ে দেয়।

কম বেশি স্বপ্ন (Dream) সবাই দেখেন। অনেকে আবার স্বপ্ন দেখতে বেশ ভালোবাসেন (People Loved to watch Dream)। আবার ভালো কিছু দেখলে তাও আবার প্রিয়জনদের শোনান। অনেক সময় আবার খারাপ স্বপ্ন দেখে মনও ভেঙে যায় অনেকেরই। কয়েকজন আবার স্বপ্নে বেশ বিশ্বাসও (People have Faith in Dream) রাখেন। আর স্বপ্ন যদি ভালো হয় তাহলে তো কোনওই কথাই নেই। মনও বেশ খুশিতে ভরে ওঠে। বিশেষজ্ঞদের মতে, এক একটি স্বপ্নের এক এক ধনের মানে রয়েছে। তবে বেশিরভাগ মানুষই সেই সব বিষয়ে খুব একটা গুরুত্ব না। তবে কম বেশি অনেকেই এক ধরনের স্বপ্ন দেখেন, আর তা হল কোনও উঁচু জায়গা (Falling From some where) থেকে পড়ে যাওয়ার স্বপ্ন। যা দেখার সঙ্গে সঙ্গেই গোটা শরীর কেঁপে ওঠে। ঘুমই ভেঙে যায়।

স্বপ্নে বিশ্বাস না হলেও এই উঁচু থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। প্রায় সবাই কোনও না কোনও সময় এই ধরনের স্বপ্ন দেখেছেন। আর এই স্বপ্ন দেখার জন্য খুব বেশি গভীর ঘুমের কোনও দরকার পড়ে না। হালকা ঘুমের মধ্যেই এই স্বপ্ন দেখা যায়। যা সবাইকে কাঁপিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। রোজ না দেখলেও প্রায়ই এই স্বপ্নের দেখা পাওয়া যায় 'বন্ধ চোখে'। কিছু স্বপ্ন সুখ ও সৌভাগ্যের সঙ্কেত হিসেবে মানা হয়, আবার কিছু দুঃখ-এর সঙ্কেত হিসেবে বিবেচনা করা হয়। তবে উঁচু থেকে পড়ে যাওয়ার এই স্বপ্নের মানে কি জানেন? আসলে স্বপ্নশাস্ত্র অনুসারে, এক একটি জায়গায় থেকে পড়ে যাওয়ার এক একরকম ব্যাখ্যা রয়েছে। 

আরও পড়ুন- ভোরবেলা এই স্বপ্নগুলো দেখলেই হতে পারে ধন লাভ, জানুন কোন ইচ্ছাপূরণ হতে চলেছে আপনার

  • স্বপ্নে পড়ে যাওয়ার সময় কিছু ধরার চেষ্টা করার স্বপ্ন দেখেন? স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হল, আপনার সম্পর্কটি ঠিক নেই। তাতে কিছু না কিছু সমস্যা আছে। তা ঠিক করতে কাজে লেগে পড়ুন।
  • আবার অনেকেই পাহাড় থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নশাস্ত্র অনুসারে, শিলা থেকে নিজেকে পড়ে যেতে দেখার অর্থ হল, ঝামেলা, ব্যর্থতা ইত্যাদি। তার মানে আগে থেকেই সজাগ হন। কারণ আপনার জীবনে কোনও না কোনও ঝামেলা আসতে চলেছে। 
  • আপনি যদি উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার সময় মাটিতে পা রাখার চেষ্টা করেন, তবে এই জাতীয় স্বপ্নকে বিশেষজ্ঞরা নিজেকে শোধরানোর সঙ্কেত হিসেবে ব্যাখ্যা করেন। আসলে কোনও ক্ষেত্রে আপনার কোনও ভুল রয়েছে। তা ভেবে দেখে অবিলম্বে ঠিক করুন। 
  • কোনও উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন নিয়ে বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি কোনও কঠিন পরিস্থিতিতে আটকে থাকলে বা কোনও একটা সমস্যার সমাধান অনেক খুঁজেও না পেলে, সেই চিন্তা থেকেই ঘুমের মধ্যে এই ধরনের স্বপ্ন আসতে পারে। আসলে সমস্যা আমাদের জীবনের একটা অঙ্গ। তাই এটাকে নিয়ে অবশ্যই চিন্তা করবেন, তবে দুশ্চিন্তা একেবারেই নয়। বরং তার থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করুন।

আরও পড়ুন- বাস্তু মতে বাড়ির ঠাকুর ঘর রাখুন এই দিকে, না হলেই সংসারের অমঙ্গল নিশ্চিত

বিশেষজ্ঞদের মতে, এমন কিছু স্বপ্ন থাকে যা ইঙ্গিত দেয় সুসময়ের। আসলে তা দেখার ফলে আপনার হাতে টাকা আসতে পারে। কোনওটা আবার দুঃসময়ের ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র অনুসারে, প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা অর্থ রয়েছে। আপনার স্বপ্নের কোনও অর্থ রয়েছে কিনা দেখে নিন। 

আরও পড়ুন- ঠাকুর ঘর সজ্জার সময় মাথায় রাখুন এই পাঁচটি জিনিস, তা না হলে দেখা দিতে পারে অমঙ্গল

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল