ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Feb 08, 2022, 10:14 AM IST
ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ফেব্রুয়ারি হচ্ছে গ্রেগরীয় ও জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরের দ্বিতীয় মাস। এটাই ইংরেজি বছরের সবচেয়ে ছোট মাস এবং একমাত্র মাস যার দিনসংখ্যা ত্রিশের কম। অধিবর্ষে এমাসে মোট ২৯ দিন আর অন্যান্য সময়ে ২৮ দিন। উত্তর গোলার্ধে ফেব্রুয়ারি হচ্ছে শীতের তৃতীয় মাস আর দক্ষিণ গোলার্ধে এটি অনেকটা উত্তর গোলার্ধে আগস্ট মাসের সমতুল্য সাধারণ বছরে ফেব্রুয়ারি, মার্চ আর নভেম্বর মাসের প্রথম তারিখ একই বার থাকে। সে সময় এই মাস আর জানুয়ারির শেষ দিন এক বার পড়ে। অধিবর্ষের সময় ফেব্রুয়ারি আর আগস্ট মাস একই বার দিয়ে শুরু হয়। এই মাসের একটি মজার দিক হচ্ছে অধিবর্ষ হোক আর নাই হোক, ফেব্রুয়ারি মাসের শেষ দিন যে বার থাকে, অক্টোবর মাসের শেষ দিন সেই একই বার থাকে।
তুলা রাশির ব্যক্তিত্ব
রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। এরা খেতে খাওয়াতে খুব ভালবাসে। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
তুলা রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 

ফেব্রুয়ারি মাসে তুলা রাশির অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন- রাশি পরিবর্তন করছে সূর্য, এই ৪ রাশির হাতে আসতে পারে প্রচুর টাকা বাড়বে সম্পত্তি

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন- Taurus Monthly Horoscope: ফেব্রুয়ারি মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- Chanakya Niti: এই ৫ গুণের অধিকারী মহিলারা প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল