নববর্ষে মেনে চলুন আম্রপল্লবের টোটকা, বাস্তু দোষ দূর হবে এই উপায়

Published : Apr 15, 2022, 04:27 PM ISTUpdated : Apr 15, 2022, 04:31 PM IST
নববর্ষে মেনে চলুন আম্রপল্লবের টোটকা, বাস্তু দোষ দূর হবে এই উপায়

সংক্ষিপ্ত

আজ নববর্ষের দিন পালন করুন বিশেষ টোটকা। আজ রইল আম্রপল্লবের একটি বিশেষ টোটকার হদিশ। নববর্ষে পুজো করার আগে এই টোটকা মেনে চলুন। এতে মুহূর্তে দূর হবে সকল অশান্তি। পালন করুন এই বিশেষ টোটকা। 

অকারণ পারিবারিক অশান্তি, একের পর এক রোগ, আর্থিক জটিলতা কিংবা সব কাজে বাধা আসে প্রায় সব সময়। অনেকে, কঠিন পরিশ্রমের পরও সফল হন না। হাজার চেষ্টা করেও দূর করতে পারেন না আর্থিক সমস্যা। এই সকল বাধা, আর্থিক জটিলতা কিংবা শারীরিক জটিলতার সম্মুখীন হন অনেকেই। এর কারণ হল বাস্তুদোষ। শাস্ত্র মতে, বাস্তুদোষ থাকলে তা সব কাজে বাধা দেয়। একাধিক অশান্তি লেগে থাকতে পারে এর কারণে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন বাস্তু টোটকা।

আজ নববর্ষের দিন পালন করুন বিশেষ টোটকা। আজ রইল আম্রপল্লবের একটি বিশেষ টোটকার হদিশ। নববর্ষে পুজো করার আগে এই টোটকা মেনে চলুন। এতে মুহূর্তে দূর হবে সকল অশান্তি। পালন করুন এই বিশেষ টোটকা। 

পয়লা বৈশাখে পুজোর আগে গঙ্গা জল দিয়ে সাতটি আমপাতা ধুয়ে ফেলুন। এবার একটি পাত্রে তেল, হলুদ এবং সিঁদুর মেশান। আমপাতারগুলোতে সেই মিশ্রণের ফোঁটা দিন। তারপর সাতটি আমরাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে ফেলতে হবে। শেষে দরজায় ধুপ দেখিয়ে নিন। আজ সারাদিন থাক। কাল এই পাতগুলো খুলে ফেলে একটি কোণে পুঁতে দিন। সেটা বাড়ির দক্ষিণ কোণে রাখলে ভালো হবে।  

এই টোটকায় সকল অশান্তি দূর হবে। সাংসারিক জটিলতা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই টোটকা। জ্যোতিষ শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল বাস্তু। বাস্তু শাস্ত্রে  বর্ণিত আছে কোন ক্ষেত্রে কী করা উচিত। শাস্ত্রে রয়েছে কয়টি টোটকার কথা। এই টোটকা মেনে চললে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। চাইলে জ্যোতিষ টোটকা মনে বাড়িতে কিছু জিনিস রাখতে পারেন। যেমন, আর্থিক উন্নতি ঘটাতে চাইলে রাখতে পারেন ধাতব কচ্ছপ কিংবা মাছ। শাস্ত্রে, ধাতব কচ্ছপ কিংবা অ্যাকোরিয়ামের গুরুত্ব বিস্তর। এই ধরনের দ্রব্য রাখলে ঘরের সকল নেতিবাচক শক্তি দূর হবে। বাস্তু মতে, ঘরে মাছ রাখ শুভ। বাড়ির সকল নেতিবাচক শক্তি দূর করতে ঘরে অ্যাকোরিয়াম রাখলে। শাস্ত্র মতে, অ্যাকোরিয়ামে ৯টি মাছ রাখা উচিত। তবেই সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই ৯টি মাছের মধ্যে ৮টি রঙিন ও ১টি কালো মাছ রাখার উল্লেখ আছে। তাই এবার থেকে মেনে চলতে পারেন এই সকল টোটকা। 

আরও পড়ুন- চিনে নিন এই তিন রাশির ছেলে মেয়েকে, সব সময় বিচ্ছেদের ভয় পান এরা

আরও পড়ুন- পয়লা বৈশাখে নিষ্ঠার সঙ্গে এটি করলেই তুষ্ঠ হবেন সিদ্ধিদাতা গণেশ, মুহূর্তে ঘুরে যাবে ভাগ্যের চাবিকাঠি

আরও পড়ুন- আপনার বাড়িতে কি বাস্তুদোষ রয়েছে? নববর্ষের দিন এই ৫ কাজ করলেই দূর হবে সমস্যা

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল