সংক্ষিপ্ত
আজ ১৫ এপ্রিল বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভাল কাটে, তেমনটাই মনে করা হয়। এই বিশেষ দিনটি বাঙালি খুব ধুমধাম করেই পালন করে। তবে গত কয়েকবছরে করোনার জন্য উৎসবের রং অনেকটাই ফিকে ছিল। কিন্তু করোনার প্রকোপ কমতেই ফের স্বচ্ছে ফিরেছে বাঙালি।চলতি বছর খুব ধুমধাম করেই হচ্ছে নববর্ষ পালন। ১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এবং শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই যে কোন পুজোর শুরু হয়। আর এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।
আজ ১৫ এপ্রিল বাঙালির নববর্ষ উৎসব। নববর্ষের প্রথম দিন ভালো কাজ করলে সারা বছর ভাল কাটে, তেমনটাই মনে করা হয়। এই বিশেষ দিনটি বাঙালি খুব ধুমধাম করেই পালন করে। তবে গত কয়েকবছরে করোনার জন্য উৎসবের রং অনেকটাই ফিকে ছিল। কিন্তু করোনার প্রকোপ কমতেই ফের স্বচ্ছে ফিরেছে বাঙালি।চলতি বছর খুব ধুমধাম করেই হচ্ছে নববর্ষ পালন। ১৪২৯-কে স্বাগত জানাতে তৈরি আমাপর বাঙালি। এই বিশেষ দিনে মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়। এবং শাস্ত্র মতে, গণেশের পুজো দিয়েই যে কোন পুজোর শুরু হয়। আর এর নেপথ্যে রয়েছে বিশেষ কারণ।
সিদ্ধিদাতা গণেশকে সঙ্কটমোচন বলা হয় । তাই বছরের প্রথমদিন গণেশের পুজো দিয়েই কোনও শুভ কাজ করাটাই ভাল। তবে পুজো করতে হয় বলে করলে মোটেই ভাল ফল পাওয়া যাবে না। বরংনিয়ম না মেনে পুজো করলে মনোবাঞ্ছা তো পূরণ হবেই না পরিবর্তে দুর্ভাগ্যই সম্বল হবে । শাস্ত্র মতেও বলা হয়, সৌভাগ্যের দেবতা হলেন গণেশ। আর এই সিদ্ধিদাতা গণেশের আর্শীবাদে সংসারে শ্রীবৃদ্ধি ফেরে। আজকের দিনে বিশেষ কিছু না করলেও এই ৫ মন্ত্র জপ করলেই আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। মন্ত্রটি হল, 'ওম নম হরম্ব মহামোদিত মম সঙ্কটান নিবারয় স্বহা'। এই মন্ত্রটি ৫ বার জপ করলেই আপনার জীবনে উন্নতি ফিরে আসবে।
পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সিদ্ধিদাতা গণেশের এই মন্ত্রটি জপ করুন। তারপর দুপুরবেলা ও সন্ধেবেলাও জপ করুন এই মন্ত্রটি। তবে বেশি আড়ম্বর কিংবা খুব ধুমধাম করে না হলে বাড়ির গণেশকে লাড্ডু বা মোতিচুর দিয়ে অবশ্যই পুজো দিন। গণেশ মূর্তি অবশ্যই লাল শালুর উপর বসিয়ে পুজো করুন। আর গণেশকে সবসময়েই সাদা ফুল দিয়ে পুজো করবেন। প্রতিবারের থেকে এবারের চেহারাটা যেন অনেকটাই আগের মতো। সমস্ত ব্যবসায়ী এই নববর্ষের দিনটিতে ব্যবসার হাল ফেরাতে সিদ্ধিদাতার আরাধনায় মেতে ওঠে। পয়লা বৈশাখের দিন সকাল বেলা স্নান করে ব্যবসার জায়গা কিংবা দোকানে যাবেন। নববর্ষের দিনে পরিস্কার-পরিচ্ছন্ন পোশাক পরে ধূপ-ধুনো দেখাতে হবে। আর এই বছরও বাড়িতে বসেই গণেশের পুজো পাঠ করে ও মন্ত্র জপ বছরের প্রথম দিনটি শুরু করুন। নববর্ষের দিনে এই ছোট্ট কয়েকটি কাজ করলেই আপনার ভাগ্য যেমনফিরে আসবে, তেমনই প্রসন্ন হবেন সিদ্ধিদাতা গণেশ।
আরও পড়ুন-দেখে নিন বছরের প্রথম দিনে কার কার জীবনে আসতে পারে নতুন সম্পর্ক, রইল আজকের প্রেমের রাশিফল
আরও পড়ুন-পয়লা বৈশাখ কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে, দেখে নিন আপনার রাশিফল
আরও পড়ুন-বজরংবলীর কৃপা দৃষ্টি পেতে এই পাঁচ প্রকাশ ভোগ নিবেদন করুন, জেনে নিন কী কী