শনিবার মাথায় সরষের তেল মাখুন, কেটে যাবে এই বিশেষ গ্রহ দোষ, জেনে নিন কী করবেন

Published : May 31, 2022, 05:07 PM IST
শনিবার মাথায় সরষের তেল মাখুন, কেটে যাবে এই বিশেষ গ্রহ দোষ, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

আমাদের জীবনের সকল খারাপ সময় কাটাতে মেনে চলতে পারেন বিশেষ টোটকা। আজ রইল সরষের তেলের টোটকার হদিশ।এই টোটকা পালনে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি মেলে। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। 

হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে তেত্রিশ কোটি দেব দেবীর। শাস্ত্র মতে, তেত্রিশ কোটি শক্তির পুজোর উল্লেখ আছে। সকল দেব দেবীর পুজোর জন্য আলাদা আলাদা তিথির কথা বলা হয়েছে। সেই সকল বিশেষ তিথিতে পুজিত হন তারা। পূর্ণিমা ও অমাবস্যার সময় নির্নয় করে পুজোর সময় স্থির করা হয়। সেই অনুসারে নির্দিষ্ট তিথিতে পুজিত হন দেবতারা। শাস্ত্রে যেমন পুজোর তিথির উল্লেখ আছে, তেমন উল্লেখ আছে পুজোর রীতির। এর সঙ্গে একাধিক টোটকা হদিশ রয়েছে। 

পুজোর সময়ের মতো গ্রহের অবস্থানের কথা উল্লেখ আছে। জ্যোতিষ শাস্ত্র অনুরাসে গ্রহের অবস্থানের ওপর আমাদের জীবনে ভালো ও খারাপ সময় পরিবর্তীত হয়। শাস্ত্রে উল্লেখ আছে ৯টি গ্রহে। এই সকল গ্রহরা কোনও আমাদের জন্ম কুণ্ডলীতে দুর্বল স্থানে আছে তো কোনওটির অবস্থান শক্তিশালী। যে সকল গ্রহ দুর্বল, তাদের অশুভ প্রভাব পড়ে আমাদের জীবনে। 

আমাদের জীবনের সকল খারাপ সময় কাটাতে মেনে চলতে পারেন বিশেষ টোটকা। আজ রইল সরষের তেলের টোটকার হদিশ।এই টোটকা পালনে জীবনের সকল জটিলতা থেকে মুক্তি মেলে। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। 

শনি গ্রহের অশুভ অবস্থানের খারাপ প্রভাব পড়বে আপনার জীবনে। শনি গ্রহের অশুভ প্রভাব আমাদের শরীরে স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। আবার কারও কারও কুষ্ঠ ও বাতের মতো রোগ হতে পারে। পক্ষাঘাত, অর্শ, ক্ষয়, জ্বর হয় শনি গ্রহের অশুভ প্রভাবে। তেমনই দেখা দিতে পারে মেরুদন্ডের রোগ। তাই এমন একের পর এক শারীরিক জটিলতা দেখা দিলে প্রতি শনিবার সরষের তেল মাখুন। শাস্ত্র মতে, শনিবার মাথায় সরষের তেল লাগালে শনির অবস্থার পরিবর্তন হয়। তেমনই, যে কোনও শনি মন্দিরে সরষের তেল দান করুন। এতে শনি গ্রহের দোষ কেটে যাবে। তেমনই মঙ্গলের দোষ কাটাতে চাইলে সরষের তেল দিয়ে গায়ে মালিশ করুন। এতেও উপকার পাবেন। এমনকী, সরষের তেলের রান্না খান। এতে মঙ্গল ও শনির দোষ কেটে যাবে।

রান্না থেকে ত্বকের যত্নে অনেকেই সরষের তেল ব্যবহার করেন। আবার চুলের যত্নে বিশেষ ভাবে ব্যবহার হয় সরষের তেল। এবার এই তেল শুধু রূপচর্চায় নয়, ব্যবহার করুন গ্রহ দোষ কাটাতে। শনি গ্রহের দোষ থেকে মুক্তি পেতে প্রতি শনিবার সরষের তেল মাখুন। এতে উপকার পাবেন। সকল দোষ কেটে যাবে। 

আরও পড়ুন- কর্মস্থলে বিবাহিতদের প্রতি আকৃষ্ট হন এই চার রাশির ছেলে মেয়েরা, চিনে নিন এদের

আরও পড়ুন- তেসরা জুন থেকে বৃষ রাশিতে যাচ্ছে বুধ, এই তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে

আরও পড়ুন- কোন পুরুষের হাতে প্রচুর টাকা-পয়সা রয়েছে? জানুন ধনী ব্যক্তিদের লক্ষণগুলি সম্পর্কে
 

PREV
click me!

Recommended Stories

সুপারির গোপন শক্তি ভাগ্য-অর্থভাগ্য ও কর্মসাফল্যে বদল আনে! কীভাবে জানেন ?
Love Horoscope: আজ সঙ্গীর থেকে কিছুই লুকোবেন না! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল