শাস্ত্র অনুসারে, বাড়িতে বাস্তুদোষ থাকলে তার প্রভাব পড়ে সব প্রতিটি সদস্যের জীবনে। একদিকে যেমন শরীরের (Health) ওপর প্রভাব ফেলে, প্রভাব ফেলে কর্মক্ষেত্রে। এমনকী বাস্তুদোষ (Vastu Dosh) সকল উন্নতিতে বাধা দেয়। জেনে নিন, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে কী করবেন।
ধীরে ধীরে বাস্তু শাস্ত্রের (Vastu Shastra) ওপর ভরসা বাড়ছে মানুষের। আগে এই ধারণা মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল বাস্তু শাস্ত্রের ধারণা। এখন সময় বদলেছে। বাস্তু যে জীবনের সব ক্ষেত্রে প্রভাব পড়ে তা ধীরে ধীরে ভরসা করছে মানুষ। শাস্ত্র অনুসারে, বাড়িতে বাস্তুদোষ থাকলে তার প্রভাব পড়ে সব প্রতিটি সদস্যের জীবনে। একদিকে যেমন শরীরের (Health) ওপর প্রভাব ফেলে, প্রভাব ফেলে কর্মক্ষেত্রে। এমনকী বাস্তুদোষ (Vastu Dosh) সকল উন্নতিতে বাধা দেয়। জেনে নিন, শরীর স্বাস্থ্য ঠিক রাখতে কী করবেন।
বাড়ির সকলের সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে মেনে বাস্তু মত। বাড়ির উত্তর পূর্বে (North East) আলো জ্বলে রাখুন। এতে দূর হবে সকল বাস্তুদোষ (Vastu Dosh)। জ্যোতিষ মতে, ঘরের উত্তর পূর্ব দিক পরিবারের সদস্যদের শরীরের ওপর প্রভাব ফলে। তাই এই দিক কখনও অন্ধকার রাখবেন না।
সঠিক দিকে মাথা করে ঘুমান। তা না হলে এর খারাপ প্রভাব পরবে শরীরের ওপর। শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ (South) দিকে মাথা করে ঘুমানো উচিত। এতে সুস্বাস্থ্য বজায় থাকবে।
অফিসের কাজ করতে পূর্ব কিংবা উত্তর দিকে মুখ করে বসুন। বাচ্চারা পড়াশোনার সময়ও বসুন উত্তর দিকে মনুখ করে। এতে মানসিক চাপ মুক্ত থাকবেন। তা না হলে স্ট্রেস কিংবা মানসিক অবসাদ দেখা দিতে পারে।
আলো ও বাতাস বাড়িতে ইতিবাচক এনার্জি (Positive Energy) বৃদ্ধি করে। ভুলেও এমন কোনও দিকে ভারী আসবাব রাখবেন না যাতে আলো ও বাতাস আসতে বাধা পায়। ভারী আসবাব রাখুন সঠিক দিকে। তা না হলে ঘরে বাস্তুদোষ দেখা দেবে। যা প্রভাব ফেলবে পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের ওপর।
অনেকেরই ঘরের মাঝখানে বীম থাকে। বীমের (Beam) নিচে কখনোই পড়ার টেবিল রাখবেন না। যারা বাড়ি বসে অফিসের কাজ করছেন, তারা বীমের নীচে বসবেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন জায়গায় বসেল মানসিক চাপ (Stress) বৃদ্ধি পায়।
তাছাড়া, রোজ গায়েত্রী মন্ত্র পাঠ করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গায়েত্রী মন্ত্র (Gayatri Mantra) পাঠ করলে মানসিক শান্তি বজায় থাকবে। রাগ নিয়ন্ত্রণে থাকবে গায়েত্রী মন্ত্র পাঠে। ঘরে ইতিবাচক শক্তি উৎপন্ন হবে। একদিনে যেমন মন শান্ত হবে, তেমনই পারিবারিক অশান্তি দূর হবে। মানসিক চাপ মুক্ত থাকলে সহজে কোনও রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না।
আরও পড়ুন- আপনার প্রেমিকের কী এই রাশি, তাহলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন
আরও পড়ুন- এই সপ্তাহ ৬ রাশির সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে, দেখে নিন এই সপ্তাহের রাশিফল
আরও পড়ুন- দাম্পত্য সমস্যা কাটাতে, বিয়ের ঠিক হওয়ার আগেই করুন এই কাজটি