রাগ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন বাস্তু মত, এই কয়টি উপায় রাগ কমান, জেনে নিন কী কী

Published : Feb 20, 2022, 07:20 PM ISTUpdated : Feb 20, 2022, 07:23 PM IST
রাগ নিয়ন্ত্রণে রাখতে মেনে চলুন বাস্তু মত, এই কয়টি উপায় রাগ কমান, জেনে নিন কী কী

সংক্ষিপ্ত

বাস্তু ভুলের জন্য তৈরি হয় নেগেটিভ এনার্জি। যা মানসিক অস্থিরতা তৈরি করে। এর জন্য রাগ বাড়তে পারে। রাগ কমাতে এবার মেনে চলুন বাস্তু টোটকা (Vastu Tips)। জেনে নিন কোন বাস্তু ভুলে রাগ বাড়ে, আর কী করলে রাগ কমবে। 

কথাতেই আছে অতিরিক্ত রাগ স্বাস্থ্যের (Health) জন্য ক্ষতিকর। রাগের বসে কোনও সিদ্ধান্ত নিলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে বিস্তর। এই রাগ কমাতে অনেকেই মেডিটেশন (Meditation) করে থাকেন। জানেন কি বাস্তু ভুলেও হতে পারে রাগ। বাস্তু ভুলের জন্য তৈরি হয় নেগেটিভ এনার্জি। যা মানসিক অস্থিরতা তৈরি করে। এর জন্য রাগ বাড়তে পারে। রাগ কমাতে এবার মেনে চলুন বাস্তু টোটকা (Vastu Tips)। জেনে নিন কোন বাস্তু ভুলে রাগ বাড়ে, আর কী করলে রাগ কমবে। 

অপ্রয়োজনীয় জিনিস চারিদিকে ছড়িয়ে রাখবেন না। যেখানে যেটা রাখার সেটা রাখুন। বাড়ি সব সময় গুছিয়ে রাখুন। তা না হলে ঘরে তৈরি হয় নেতিবাচক এনার্জি। বিশেষ করে স্তূপ করে জামা-কাপড় (Clothes) রাখলে, কিংবা পুরনো কাগজ জমিয়ে রাখলে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যার থেকে রাগ বাড়তে পারে। এই সমস্যা থেকে মুক্তি ঘর গুছিয়ে রাখুন। সঙ্গে ফেলে দিন অপ্রয়োজনীয় জিনিস। 

বাড়ির কোনও সদস্যের রাগ কমাতে চাইলে নুনের (Salt) সাহায্য নিতে পারেন। ঘরের প্রতি কোণায় নুন ভর্তি বাটি রাখুন। লবন ঘরের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় ও বাতাস পরিষ্কার করে। এর থেকে সমস্ত নেতিবাচক এনার্জি দূর হয়। সঙ্গে রাগ নিয়ন্ত্রণে থাকে। 

বাড়ির কাছে মোবাইল টাওয়ার থাকা ভালো নয়। মোবাইল টাওয়ার (Mobile Tower) থেকে তরঙ্গ উৎপন্ন হয়। যা মানসিক অস্থিরতার কারণ। এই অস্থিরতার জন্য বাড়ে রাগ। মোবাইল টাওয়ারের কাছাকাছি কোনও বাড়ি ভাড়া না নেওয়াই ভালো। 

ফুল, ধুপের গুণে রাগ কমে। বাড়ি সাজাতে ফুল ব্যবহার করতে পারেন। এমনকী, ঘরে রাখুন সুগন্ধী ধূপ। এর গুণে ঘরে সমস্ত নেতিবাচক এনার্জি দূর হবে। সঙ্গে মানসিক অস্থিরতা কমবে। ফলে, রাগ কম হবে। 

তাছাড়া, লেখালেখি, নাচ, চিত্রকলা করলে রাগ কমে। এই ধরনের কাজে নিজেকে যুক্ত করুন। রাগ (Anger) নিয়ন্ত্রণে রাখতে মেডিটেশন করতে পারেন। স্ট্রেস কিংবা মানসিক অবসাদের জন্য এমন সমস্যা বাড়তে পারে। তাই সব সময় মন ভালো রাখার চেষ্টা করুন। মানসিক ভাবে যতটা শান্তিতে থাকবেন, তত স্ট্রেস থেকে দূর থাকতে পারবেন। ফলে নিয়ন্ত্রণে থাকবে রাগ। সঙ্গে মেনে চলুন বাস্তু টোটকা (Vastu Tips)। এই সকল টোটকা মেনে রাগ কমান। এই টোটকায় সমস্যা কমবে। 

আরও পড়ুন: দাম্পত্য কলহ থেকে ঋণ দূর হবে গোলাপ ফুলের গুণে, মেনে চলুন কয়টি টোটকা

আরও পড়ুন: এই সপ্তাহ ৮ রাশির জন্য ব্যয় বহুল সময়, দেখে নিন সপ্তাহের রাশিফল

আরও পড়ুন: এই কয়টি নিয়ম মেনে গণেশ পুজো করুন, দুর্ভোগ কাটাবে এই টোটকায়, জেনে নিন কী কী
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল