এই কয়টি নিয়ম মেনে গণেশ পুজো করুন, দুর্ভোগ কাটাবে এই টোটকায়, জেনে নিন কী কী

গণেশ ভক্তরা চন্দ্র পাক্ষিকের চতুর্থ দিনে (চতুর্থ তিথি) উপবাস করে গণেশ (Lord Ganesh) পুজোর রীতি প্রচলিত। শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষে গণেশ পুজো হয়। শাস্ত্র মতে, ভগবান ভক্তদের মনস্কামনা পূরণ করতে বছরে একাধিক বার মর্ত্য আসেন ভগবান গণেশ (Lord Ganesh)। এমনকী, যে কোনও পুজো ও শুভ অনুষ্ঠানের আগে পুজিত হন গণেশ। শাস্ত্র মতে, গণেশের আরাধনা করে কোনও শুভ অনুষ্ঠান শুরু করলে সব কাজ সফল হয়। এবার গণেশের আরাধনা করতে মেনে চলুন এই কয়টি নিয়ম।

শাস্ত্র মতে, ভগবান ভক্তদের মনস্কামনা পূরণ করতে বছরে একাধিক বার মর্ত্য আসেন ভগবান গণেশ (Lord Ganesh)। এমনকী, যে কোনও পুজো ও শুভ অনুষ্ঠানের আগে পুজিত হন গণেশ। শাস্ত্র মতে, গণেশের আরাধনা করে কোনও শুভ অনুষ্ঠান শুরু করলে সব কাজ সফল হয়। সিদ্ধিদাতা গণেশের কৃপা মেনে নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর আরাধনা করুন। আজ দেশ জুড়ে পুজিত হচ্ছেন ভগবান গণেশ। পালিত হচ্ছে দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী (Dwijapriya Sankashti Ganesh Chaturthi)। গণেশ ভক্তরা চন্দ্র পাক্ষিকের চতুর্থ দিনে (চতুর্থ তিথি) উপবাস করে গণেশ (Lord Ganesh) পুজোর রীতি প্রচলিত। শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষে গণেশ পুজো হয়। শুক্লপক্ষে পালিত ব্রতকে বলে বিনায়ক চতুর্থী আর ক্ষয়প্রাপ্তির ব্রতকে বলে সংকষ্টী। প্রতিটি সংকষ্টী ব্রতর নির্দিষ্ট নাম আছে। যেটি ফাল্গুন বা মাঘ মাসে পড়ে তাকে বলে দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী (Dwijapriya Sankashti Ganesh Chaturthi)। দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী পড়েছে ১৯ ফেব্রুয়ারি রাত ৯.৫৬ মিনিটে। আর ছাড়ছে ২০ ফেব্রুয়ারি রাত ৯.০৫ মিনিটে। 

গণেশের আরাধনা করতে মেনে চলুন এই কয়টি নিয়ম। সব কাজে সফল হবেন সঙ্গে দূর হবে জীবনের সকল বাধা। জেনে নিন কী কী- 

Latest Videos

আরও পড়ুন: ফাল্গুন ও চিত্র জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন কোন কোন দেব-দেবী পুজিত হবেন

আরও পড়ুন: সর্বনাশ, বাড়িতে এই গাছ থাকলে দূর করুন এখনি, নয়তো দেখা দিতে পারে আর্থিক সঙ্কট

আরও পড়ুন: মহা শিবরাত্রির দিনে কেন রাত জাগার নিয়ম রয়েছে, জেনে নিন এর গুরুত্ব

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)