সংক্ষিপ্ত

গণেশ ভক্তরা চন্দ্র পাক্ষিকের চতুর্থ দিনে (চতুর্থ তিথি) উপবাস করে গণেশ (Lord Ganesh) পুজোর রীতি প্রচলিত। শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষে গণেশ পুজো হয়। শাস্ত্র মতে, ভগবান ভক্তদের মনস্কামনা পূরণ করতে বছরে একাধিক বার মর্ত্য আসেন ভগবান গণেশ (Lord Ganesh)। এমনকী, যে কোনও পুজো ও শুভ অনুষ্ঠানের আগে পুজিত হন গণেশ। শাস্ত্র মতে, গণেশের আরাধনা করে কোনও শুভ অনুষ্ঠান শুরু করলে সব কাজ সফল হয়। এবার গণেশের আরাধনা করতে মেনে চলুন এই কয়টি নিয়ম।

শাস্ত্র মতে, ভগবান ভক্তদের মনস্কামনা পূরণ করতে বছরে একাধিক বার মর্ত্য আসেন ভগবান গণেশ (Lord Ganesh)। এমনকী, যে কোনও পুজো ও শুভ অনুষ্ঠানের আগে পুজিত হন গণেশ। শাস্ত্র মতে, গণেশের আরাধনা করে কোনও শুভ অনুষ্ঠান শুরু করলে সব কাজ সফল হয়। সিদ্ধিদাতা গণেশের কৃপা মেনে নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর আরাধনা করুন। আজ দেশ জুড়ে পুজিত হচ্ছেন ভগবান গণেশ। পালিত হচ্ছে দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী (Dwijapriya Sankashti Ganesh Chaturthi)। গণেশ ভক্তরা চন্দ্র পাক্ষিকের চতুর্থ দিনে (চতুর্থ তিথি) উপবাস করে গণেশ (Lord Ganesh) পুজোর রীতি প্রচলিত। শুক্লা ও কৃষ্ণ উভয় পক্ষে গণেশ পুজো হয়। শুক্লপক্ষে পালিত ব্রতকে বলে বিনায়ক চতুর্থী আর ক্ষয়প্রাপ্তির ব্রতকে বলে সংকষ্টী। প্রতিটি সংকষ্টী ব্রতর নির্দিষ্ট নাম আছে। যেটি ফাল্গুন বা মাঘ মাসে পড়ে তাকে বলে দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী (Dwijapriya Sankashti Ganesh Chaturthi)। দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী পড়েছে ১৯ ফেব্রুয়ারি রাত ৯.৫৬ মিনিটে। আর ছাড়ছে ২০ ফেব্রুয়ারি রাত ৯.০৫ মিনিটে। 

গণেশের আরাধনা করতে মেনে চলুন এই কয়টি নিয়ম। সব কাজে সফল হবেন সঙ্গে দূর হবে জীবনের সকল বাধা। জেনে নিন কী কী- 

  • গণেশ পুজোর (Ganesh) দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। তারপর ঠাকুর ঘর অথবা মন্দির যেখানে পুজো করবেন, তা পরিষ্কার করা উচিত। 
  • ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হবে সঠিক দিকে। শাস্ত্র মতে, দক্ষিণ অথবা পশ্চিম দিকে মুখ করে গণেশ মূর্তি স্থাপন করুন। এই দিক শুভ বলে মনে করা হয়। 
  • পুজোর সময় গণেশকে (Lord Ganesh) জল অর্পন করা হয়। এই সময় উত্তর দিকে মুখ করে ভগবান গণেশকে জল অর্পন করুন। জল নিবেদনের আগে অবশ্যই তিল দেবেন। গণেশ পুজোর সময় তিলের ব্যবহার শুভ বলে মনে করা হয়। 
  • দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থী পড়েছে ১৯ ফেব্রুয়ারি রাত ৯.৫৬ মিনিটে। তাই সারাদিন উপোষ করে সন্ধ্যায় পুজো করুন। ভগবান গণেশের আরতি করুন। তাঁকে লাড্ডু ভোগ দিন। 
  • দ্বিজপ্রিয় সংকষ্টী গণেশ চতুর্থীতে চন্দ্র দেবতাকে অর্ঘ্য দেবেন। রাতে চাঁদকে অর্ঘ্য দেওয়া শুভ হবে মনে করা হয়। পুজো শেষে লাড্ডু বা তিল খেয়ে উপবাস ভাঙুন। 
  • গণেশ পুজোর দিন তিন দান করতে পারেন। সৌভাগ্য ফেরাতে এই টোটকা মেনে চললে উপকৃত হবেন।

আরও পড়ুন: ফাল্গুন ও চিত্র জুড়ে রয়েছে একাধিক উৎসব, দেখে নিন কোন কোন দেব-দেবী পুজিত হবেন

আরও পড়ুন: সর্বনাশ, বাড়িতে এই গাছ থাকলে দূর করুন এখনি, নয়তো দেখা দিতে পারে আর্থিক সঙ্কট

আরও পড়ুন: মহা শিবরাত্রির দিনে কেন রাত জাগার নিয়ম রয়েছে, জেনে নিন এর গুরুত্ব