এই ৫ জ্যোতিষ টোটকা মেনে চললে বাড়বে বেতন, জেনে নিন কী কী করবেন

Published : Mar 25, 2022, 04:05 PM ISTUpdated : Mar 25, 2022, 04:09 PM IST
এই ৫ জ্যোতিষ টোটকা মেনে চললে বাড়বে বেতন, জেনে নিন কী কী করবেন

সংক্ষিপ্ত

চাকরি (Job) পেতে কঠিন পরিশ্রম (Hard Work) করতে হয়। চাকরি পেয়েও শান্তি নেই। সেই চাকরি ধরে রাখতে সমস্যা। আবার বেতন বৃদ্ধি নিয়ে সমস্যা। সব সময় পরিশ্রম করলে যে ফল লাভ হয় এমন নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কঠিন পরিশ্রমের পরেও বেতন (Salary) বাড়ে না। এমন সমস্যায় পড়লে মেনে চলুন কয়টি টোটকা। আজ রইল পাঁচটি টোটকার হদিশ। যা মেনে চললে বেতন বৃদ্ধি হবে।

চাকরি নিয়ে সব সময় সমস্যা লেগেই আছে। চাকরি (Job) পেতে কঠিন পরিশ্রম (Hard Work) করতে হয়। চাকরি পেয়েও শান্তি নেই। সেই চাকরি ধরে রাখতে সমস্যা। আবার বেতন বৃদ্ধি নিয়ে সমস্যা। সব সময় পরিশ্রম করলে যে ফল লাভ হয় এমন নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কঠিন পরিশ্রমের পরেও বেতন (Salary) বাড়ে না। এমন সমস্যায় পড়লে মেনে চলুন কয়টি টোটকা। আজ রইল পাঁচটি টোটকার হদিশ। যা মেনে চললে বেতন বৃদ্ধি হবে। 

জ্যোতিষ (Astrology) মতে তালা কিনলে বেতন বৃদ্ধি ঘটে। যে কোনও সপ্তাহের শুক্রবার তালা কিনুন। দোকানদার যেন তালাটি না খোলে। আপানাকেই সেই তালা খুলতে হবে। সেই তাসা রাতে ঘুমানোর সময় যে ঘরে আপনি শোবের সেই ঘরে রাখুন। সকালে স্নান করে ধর্মীয় স্থানে সেই তালা রাখুন। তারপর নিজে সেই তালা খুলুন। মনে করা হয়, যে তালাটি খোলে তার ভাগ্য খুলে যায়। 

প্রতিদিন স্নান (Bath) করার পর সাদা কাপড় পরুন। তারপর মা লক্ষ্মীর ছবির সামনে ফুল নিবেদন করুন। ধূপ দেখান। প্রার্থনা করুন। প্রতিদিন এই টোটকা মেনে চললে বেতন বৃদ্ধি হবে।  
 
জাফরানের টিকা পরুন, তাহলে বেতন বৃদ্ধি হবে। জাফরানকে শুভ বলে মনে করা হয়। অফিস যাওয়ার আগে জাফরানের টিকা পরুন। তাহলে আর্থিক উন্নতি হবে। স্যালারি বাড়বে। অন্যদিকে, জাফরানের জলে স্নান করতে পারেন। এতেও বেতন বাড়বে। স্নানের জলে কয়েকটা জাফরান ফেলে দিন। উপকার পাবেন। পরীক্ষা দিতে যাওয়ার আগেও জাফরানের টিকা পরতে পারেন। এতে সফল হবেন।  

অফিস যে টেবিলে বসে কাজ করেন, সেই কাজের টেবিলে ঠাকুরের ছবি রাখুন। গণেশের ছোট মূর্তি রাখতে পারেন। অথবা যে কোনও ভগবানের মূর্তি রাখতে পারেন। দেবতার কৃপায় বেতন বৃদ্ধি ঘটবে। এই টোটকা মেনে চললে, অফিসে শান্তিও পাবেন। 

গায়েত্রি মন্ত্র পরুন। প্রতিদিন স্নান শেষে গায়েত্রি মন্ত্র পরুন। দিনে অন্তত ১ বার পাঠেই উপকার পাবেন। গায়েত্রি মন্ত্র শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, গায়েত্রি মন্ত্র পাঠে জীবনের সকল বাধা কেটে যায়।  আর আর্থিক উন্নতি ঘটে। তাই আফিসে বেতন বাড়াতে চাইলে মেনে চলুন এই টোটকা। এতে সফল হবেন। যে কোনও আর্থিক বাধা কিংবা আর্থিক সংকট থাকলেও তা কেটে যায়। 

আরও পড়ুন- সাফল্য পেতে কঠিন পরিশ্রম করতে হয় এই রাশির ছেলে মেয়েদের, দেখে নিন কার ভাগ্য কঠিন

আরও পড়ুন- শুক্রবার মেনে চলুন এই কয়টি জ্যোতিষ টোটকা, জেনে নিন কী করলে দূর হবে সকল সংক

আরও পড়ুন- আপনি কি সত্যিই ভাগ্যবান, বলে দেবে আপনার কপালের আকৃতি, কপাল দেখে বুঝে নিন কে কেমন
 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল