সংক্ষিপ্ত

এই সমস্ত ভুলের কারণেই দেব দেবীরা অনেক সময় রুষ্ট হয়ে ওঠেন এবং তার প্রভাব পরে গৃহের উপর। যার জেরে সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকে। সেই কারণেই জেনে নেওয়া জরুরী এই সকল ভুলগুলি সম্পর্কে। আর এই ভুলগুলো অবশ্যই মানুষের শুধরে নেওয়া উচিত। তাহলেই একমাত্র অমঙ্গল কেটে যাবে। 

প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসী মন্দির (Tulsi Temple) ও ঠাকুরঘর (God) থাকে। আর সেখানে দু'বেলাই পুজো করা হয়। নিজেদের আরাধ্য দেবদেবীর পুজো সবাই করেন। সে সন্ধ্যে বেলায় তুলসী তলায় বাতি (Light) দেওয়া হোক কিংবা সকালবেলায় দেব দেবীর পুজো করা। তবে সকলেই পুজো করলেও এই ধরনের ভুল করেই থাকেন। আর তার জেরেই পরিবারে ডেকে আনেন অমঙ্গল। এই কাজগুলি সবাই নিজের অজান্তেই করে থাকেন। কিন্তু, তা বাড়ির বা পরিবারের পক্ষে মোটেই শুভ নয়। তার জেরেই বাড়িতে নেমে আসে ঘোর অমঙ্গল।

এই সমস্ত ভুলের কারণেই দেব দেবীরা অনেক সময় রুষ্ট হয়ে ওঠেন এবং তার প্রভাব পরে গৃহের উপর। যার জেরে সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকে। সেই কারণেই জেনে নেওয়া জরুরী এই সকল ভুলগুলি সম্পর্কে। আর এই ভুলগুলো অবশ্যই মানুষের শুধরে নেওয়া উচিত। তাহলেই একমাত্র অমঙ্গল কেটে যাবে। 

আরও পড়ুন- বাড়িতে পুজোর সময় শঙ্খ বাজানোর আগে জেনে নিন নিয়মগুলি

গৃহে শিবলিঙ্গ বা শিবমূর্তি প্রতিষ্ঠা করে প্রত্যহ পুজো করেন অনেকেই। তবে শিব মূর্তি বা শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসার আগে অবশ্যই এই জিনিসটি জেনে রাখা জরুরী। পুজো করার সময় কিংবা ঠাকুর ঘর পরিষ্কার করার সময় বা অন্য যেকোন কারনেও কখনোই শিবলিঙ্গ বা শিব মূর্তি মাটিতে রাখতে নেই। যদি আপনিও এই ভুল করে থাকেন সেক্ষেত্রে ভুল শুধরে নেওয়া প্রয়োজন না হলে বাড়িতে অশান্তির সৃষ্টি হতে পারে। পরিষ্কার করার সময় এগুলি কোনও নিরাপদ জায়গায় রাখতে পারেন।

আরও পড়ুন: এই ফুলেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের বাস, সিন্দুকে রাখতেই বৃদ্ধি পায় আর্থিক উন্নতি

হিন্দু গৃহে দেবদেবীর সামনে প্রদীপ জ্বালানো হয়। আর এই প্রথা একেবারেই নতুন নয়। সেই বহু যুগ ধরেই এই প্রথা চলে আসছে। এখন আর প্রদীপ সব সময় জ্বলে না। পুজো হয়ে যাওয়ার পর তা নিভিয়ে দেওয়া হয়। তবে এই প্রদীপ কখনওই সরাসরি মাটিতে রাখা উচিত নয়। প্রদীপ সাজানোর সময় বা ঠাকুরের সম্মুখেও অনেকেই মাটিতে প্রদীপ রেখে তা জ্বালান। যার ফলে অজান্তেই এই ভুলের জন্য গৃহে অর্থ কষ্টের সৃষ্টি হতে দেখা যায়। কাজেই প্রদীপ সবসময়ের জন্যই কিছুর ওপর রাখা উচিত। 

আরও পড়ুন: পাকিস্তানের এই প্রাচীণ শিব মন্দির আজও রহস্যময়, শিবের চোখের জলে তৈরি এই মন্দিরের জলাশয়

বাড়িতে যেকোনও পুজোর সময় কিংবা সন্ধ্যা বেলাতেও নিত্যদিন শঙ্খ বা শাঁখ বাজানো উচিত। তবে অনেকেই শঙ্খ মাটিতে রেখে দেন। আর এই ভুলের কারনেই গৃহে অমঙ্গল দেখা দিতে পারে। একারণেই বলা হয়ে থাকে শঙ্খ কখনওই মাটিতে না রেখে বরং কিছুর উপর রাখা উচিত। 

সোনা বা রুপোর যেকোন জিনিসই অনেক সময় তাড়াহুড়ো তে বা যেকোন কারণেই মাটিতে রেখে দেওয়া হয়। তবে বলা হয়ে থাকে শ্রী বিষ্ণুর প্রিয় সোনা মাটিতে রাখলে সেই গৃহের মানুষ আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। কাজেই কখনোই সোনার বা রুপোর জিনিস মাটিতে রাখা উচিত নয়।