মা লক্ষ্মীর কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নতি হওয়া সম্ভব নয়, তেমনই চাকরিক্ষেত্রেও আর্থিক বৃদ্ধি (Financial) ঘটে না। অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা (Astrological Tips)। আজ রইল তিনটি টোটকার হদিশ। যা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া সম্ভব।
সংসারে মা লক্ষ্মীর (Maa Laxmi) কৃপা থাক তা সকলেই চেয়ে থাকেন। দেবীর কৃপা পেতে নানা রকম কাজ করে থাকি আমরা। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মায়ের পুজো করে থাকেন, নিত্য দিন মা-কে ধূপ দেখান। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এমন নয়। এদিকে মা লক্ষ্মীর কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নতি হওয়া সম্ভব নয়, তেমনই চাকরিক্ষেত্রেও আর্থিক বৃদ্ধি (Financial) ঘটে না। অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা (Astrological Tips)। আজ রইল তিনটি টোটকার হদিশ। যা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া সম্ভব।
তুলসী গাছ রাখুন বাড়িতে। জ্যোতিষ মতে, বাড়িতে তুলসী গাছ (Tulsi Tree) রাখলে মা প্রসন্ন হবেন। তবে, শুধু রাখলেই হল না তা নিয়ম মেনে যত্নের প্রয়োজন। গাছের কোনও পাতা শুকিয়ে গেলে তা তৎক্ষণাত কেটে ফেলুন। নিয়মিত গাছে জল দিন। আর গাছ শুকিয়ে গেলে গাছ বদলে নিন। মা লক্ষ্মীর কৃপা পেতে রোজ সকালে স্নান করে তুলসী গাছে জল দিন। হিন্দু শাস্ত্রে, তুলসী গাছের ভূমিকা বিস্তর। তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। সে কারণে, তুলসী গাছের পুজো করলে মায়ের কৃপা পেতে পারেন।
প্রতিদিন সূর্য (Sun) দেবতাকে অর্ঘ্য দিন। রোজ সকালে স্নান সেরে সূর্য দেবতাকে ধূপ দেখান ও জল নিবেদন করুন। সব থেকে ভালো হয়, একটি টোটকা মেনে চললে। একটি পাত্রে জল নিন। তাতে গোলাপের পাতা ও সিঁদুর দিয়ে, তা সূর্যদেবকে অর্পন করুন। এই টোটকা বেশ উপকারী। নিয়মিন এই জল দিলে আর্থিক বৃদ্ধই ঘটবে।
নুন জলে ঘর মুছুন। জ্যোতিষ ও বাস্তু উভয় ক্ষেত্রে নুন জলে ঘর মোছার কথা উল্লেখ আছে। রোজ সকালে নুন-জল (Salt-Water) দিয়ে বাসি ঘর মুছুন। মনে করা হয়, বাড়িতে নেতিবাচক এনার্জি তৈরি হলে আর্থিক উন্নতিতে বাধা আসে। সেক্ষেত্রে মেনে চলতে পারেন এই টোটকা। রোজ সকালে নুন জলে ঘর মুছলে উপকার পাবেন। মা লক্ষ্মীর কৃপা পাবেন।
আর্থিক উন্নতি ঘটাতে প্রবেশ দ্বারে প্রদীপ (Lamp) জ্বালাতে পারেন। শাস্ত্র মতে, বাড়ির প্রবেশ দ্বার কখনও অন্ধকার রাখতে নেই, এতে আর্থিক ক্ষতি হয়। রোজ সন্ধ্যায় প্রবেশ দ্বারে প্রদীপ জ্বালিয় রাখুন। তা না হলে, প্রবেশ দ্বারে লাগান উজ্জ্বল আলো। এতেও উপকার পাবেন।