পয়লা বৈশাখে মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই টোটকা, আর্থিক সমৃদ্ধি ঘটবে

Published : Apr 08, 2022, 12:16 PM ISTUpdated : Apr 08, 2022, 12:17 PM IST
পয়লা বৈশাখে মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই টোটকা, আর্থিক সমৃদ্ধি ঘটবে

সংক্ষিপ্ত

পয়সা বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দোকানে দোকানে চলছে রঙের কাজ। রমণীরা বাড়ি পরিষ্কারের কাজে লিপ্ত হয়েছেন। এই সবের সঙ্গে নতুন পোশাক কেনার ঢল। এই সময় সকলেই চান, তার জীবনে শুরু হোক শুভ সময়। এই বছর নতুন বছরে সমৃদ্ধ হোক আপনার সম্পত্তি। আর্থিক বৃদ্ধি ঘটাতে বছরের প্রথম দিন মা লক্ষ্মীর পুজো করুন বিশেষ নিয়ম মেনে।

আর কদিন পরই বাংলা নববর্ষ। পয়সা বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। দোকানে দোকানে চলছে রঙের কাজ। রমণীরা বাড়ি পরিষ্কারের কাজে লিপ্ত হয়েছেন। এই সবের সঙ্গে নতুন পোশাক কেনার ঢল। এই সময় সকলেই চান, তার জীবনে শুরু হোক শুভ সময়। নতুন বছরে আর্থিক বৃদ্ধি, পারিবারিক শান্তি ও সকলের শরীর স্বাস্থ্য ভালো থাক তা সকলেরই কাম্য। এই বছর নতুন বছরে সমৃদ্ধ হোক আপনার সম্পত্তি। আর্থিক বৃদ্ধি ঘটাতে বছরের প্রথম দিন মা লক্ষ্মীর পুজো করুন বিশেষ নিয়ম মেনে। 

অনেকেই বছরের প্রথম দিন মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এবছর পুজো করুন বিশেষ নিয়ম মেনে। শাস্ত্র মতে, এই টোটকায় পুজো করলে আর্থিক বৃদ্ধি ঘটবে। নববর্ষের দিন মহিলারা লাল বস্ত্র পরুন। লাল রঙকে শুভ ও সমৃদ্ধির প্রতীকর মনে করা হয়। তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল কাপড় পরে পুজো করলে আর্থিক বৃদ্ধি ঘটবে। অন্য দিকে। এই দিন মাকে পায়েসের ভোগ অর্পণ করুন। পায়েসে সামান্য জাফরান দিতে পারেন। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে বলে মনে করা হয়। শাস্ত্র মতে, মা লক্ষ্মীকে পায়েস ভোগ অর্পণ করলে তিনি খুশি হন। এতে মায়ের কৃপা পেতে পারেন। 

মা লক্ষ্মীর কৃপা পেতে ঘরে পুজোর সময় স্থাপন করতে পারেন মহা লক্ষ্মী যন্ত্র। পয়লা বৈশাখের সময় গ্রহের পরিবর্তনের জন্য শুভ সময় শুরু হচ্ছে। এই সময় মহা লক্ষ্মী যন্ত্র স্থাপনে আর্থিক বৃদ্ধি হতে পারে। তাই মেয়ের পুজোর সময় এই যন্ত্র স্থাপন করুন। সঙ্গে পাঠ করুন শ্রী সুক্ত মন্ত্র। এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। 

আর্থিক সংকট, আর্থিক জটিলতা সারাক্ষণই লেগে থাকে। কারণ ছাড়া অর্থ ব্যয়, রোগের পিছনে খরচ, প্রাপ্য টাকা না পাওয়ার মতো সমস্যা লেগে থাকে, এমন সমস্যা লেগেই থাকে। একমাত্র মা লক্ষ্মীর কৃপায় কেটে যেতে পারে এই সকল জটিলতা। এবার থেকে আর্থিক জটিলতা কাটাতে, কিংবা আর্থিক বৃদ্ধি ঘটাতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। পয়লা বৈশালে মা লক্ষ্মীর পুজো করতে মেনে চলুন এই টোটকা। এই টোটকায় আর্থিক সমৃদ্ধি ঘটবে বলে উল্লেখ আছে জ্যোতিষ শাস্ত্রে। এই টোটকায় নতুন বছর শুভ হবে আপনার জন্য। এই টোটকা মেনে আর্থিক বৃদ্ধি ঘটবে। 

আরও পড়ুন- চিনি নিন এই চার রাশির ব্যক্তিদের, এরা উপহার দেওয়ার ব্যপারে বড্ড কার্পণ্য করে থাকেন

আরও পড়ুন- এই ৪ রাশির জীবনে আসতে পারে নতুন প্রেম, দেখে নিন প্রেমের দিক দিয়ে দিনটি কেমন

আরও পড়ুন- সস্তার মুনস্টোন সারিয়ে দিতে পারবে আপনার মনের অসুখ, দেখুন চন্দ্রকান্তের কত গুণ

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Daily Horoscope: কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন! দেখে নিন কী বলছে আজকের রাশিফল