- Home
- Astrology
- Horoscope
- চিনে নিন এই চার রাশির ব্যক্তিদের, এরা উপহার দেওয়ার ব্যপারে বড্ড কার্পণ্য করে থাকেন
চিনে নিন এই চার রাশির ব্যক্তিদের, এরা উপহার দেওয়ার ব্যপারে বড্ড কার্পণ্য করে থাকেন
- FB
- TW
- Linkdin
আমরা সকলেই ভালে এটা যার যেমন মানসিকতা। কেউ ভালো উপহার দিতে পছন্দ করেন তো কেউ সস্তার। আবার অনেকে আছেন ঘরে থাকা জিনিস, উপহার হিসেবে অন্য কাউকে গিয়ে দেন। উপহার দেওয়ার ব্যপারে সকলেরই ধারণা আলাদা। তবে, জানেন কী ব্যক্তির এমন মানসিকতা নির্ভর করে তার রাশির ওপর। রাশি দেখলেই বোঝা যাবে ব্যক্তির মানসিকতা।
কেউ উপহারের প্রসঙ্গে কৃপন নাকি উদার তা জানতে জেনে নিন ব্যক্তির রাশি কী। আজ রইল চারটি রাশির কথা। জ্যোতিষ মত বলছে, কাউকে উপহার দেওয়ার ব্যাপারে এরা বড্ড কৃপণ। অন্যান্য বিষয় নয়, শুধু উপহারের ব্যাপারেই কার্পণ্য করেন এই চার রাশির ছেলে মেয়েরা। হাতে টাকা পয়সা থাকলেও কাউকে উপহার দিতে চান না এরা।
বৃশ্চিক রাশি- উপহার দিতে কার্পণ্য করে এমন ব্যক্তির তালিকা তৈরি করতে গেলে সবার আগে আসেন বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা। এরা নিজেরা খরচ করতে পছন্দ করেন, কিন্তু এরা কাউকে উপহার দেওয়ার ব্যাপারে কার্পণ্য করে থাকেন। এই রাশি ছেলে মেয়েরা নির্ভীক, তেজী ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকেন। ফলে এরা যা মনে করবেন তাই ঠিক। এমন মানসিকতা এদের।
এদের বন্ধু ভাগ্য ভালোই হয়। এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন। তবে, এরা সম্পর্কের ক্ষেত্রে খরচ করতে দ্বিধা বোধ করেন। কাউকে উপহার দেওয়ার প্রসঙ্গ উঠলে এরা সহজে কিছু দিতে চান না। দিতে গেলে কার্পণ্য করে থাকেন। সে কারণে এদের অনেকেই পছন্দ করেন না।
ধনু রাশি- চরিত্রের দিক দিয়ে সৎ, ধার্মিক, পরোপকারী ও আদর্শবাদী হিসেবে খ্যাত ধনু রাশির ছেলে মেয়েরা। এদের ব্যক্তিত্ব সকলের নজর কাড়ে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জ্ঞানী ও প্রতিভাশালী স্বভাবের হয়ে থাকেন। যে কারণে সকলের থেকে প্রশংসা পান এরা। তবে, এরা অর্থ ব্যয়ের ব্যপারে বড্ড কৃপণ হয়ে থাকেন।
মিতব্যয়ী হিসেবে খ্যাত ধনু রাশির ছেলে মেয়েরা। এরা অর্থ সঞ্চয় করতে পারেন। এরা কাউকে অসন্তুষ্ট করতে চান না। তবে, এরা উপহার দেওয়ার প্রসঙ্গে বড্ড কৃপণ হন। কাউকে উপহার দেওয়ার প্রসঙ্গ উঠলেই, সব থেকে কম খরচে জিনিস কেনার চেষ্টা করে থাকেন।
সিংহ রাশি- সিংহ রাশির ছেলে মেয়েরাও কৃপণ হিসেবে খ্যাত। এরা কাউকে কিছু দেওয়ার প্রসঙ্গে বড্ড কার্পণ্য করে থাকেন। নিজেদের জন্য অর্থ ব্যয় করলেও, কাউকে কিছু উপহার দিতে চান না। এরা বিলাসিতা পছন্দ করেন। শৌখিনও হন এরা। তবে, কাউকে কিছু দিতে চান না। সে কারণে, অনেকের সঙ্গে এদের সম্পর্ক ভাঙে। এরাও অর্থ জমাতে এক্সপার্ট।
জ্যোতিষ মতে, দৃঢ়সংকল্প ও প্রতিজ্ঞাবদ্ধ হন সিংহ রাশির (Leo) জাতক জাতিকারা। ধন সম্পত্তির প্রতি এদের আকর্ষণ বিস্তর। যে কারণে এদের জীবন যতই কঠিন হোক না কেন, এরা লক্ষ্যে ঠিক পৌঁছে যান। এরা কর্মঠ হন। অল্প বয়সেই এরা কাজে যোগ দেন। এরা অর্থ খরচের ব্যপারে অধিক হিসেব করে থাকেন। এদের কাছে অর্থের মূল্য বিস্তর।
বৃষ রাশি- কৃপণ রাশির জাতক জাতিকার তালিকায় আছেন বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকারা সহজে কাউকে কিছু দিতে চান না। এরা সহজে নিজেদের জন্য প্রচুর খরচ করে থাকেন। তবে, কাউকে এরা কিছু দিতে চান না। সে কারণে সকলের সঙ্গে দ্বন্দ্বে জড়ান এরা অনেকে। এরা মনের দিক দিয়ে উদার হলেও, কাউকে কিছু দিতে চান না।
রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এদের ব্যক্তিত্ব আর প্রাণ খোলা স্বভাব সকলের নজর কাড়ে। এরা ভালো বস হিসেবে খ্যাত। জানা যায়, বৃষ রাশির ছেলে মেয়েরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীন হন। এরা উদার মনের মানুষ হন। তবে, অর্থের ব্যাপারে এরা বড্ড কৃপণ হন। এই কারণে এদের সঙ্গে অনেকের সমস্যা দেখা দেয়।