সপ্তাহান্তে সতর্ক থাকুন এই তিন রাশি, দেখে নিন কাদের জন্য আজকের দিনটি কঠিন হতে চলেছে

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা সপ্তাহের পরিশ্রম শেষ দুটো শান্তির দিন। এই শনি ও রবিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। শনিবার দিনটি কেউ কাটান বিশ্রাম নিয়ে। তো কেউ বিনোদনের খোঁজে থাকেন। সিনেমা দেখা, রেস্তোরাঁয় যাওয়া কিংবা কোনও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনেকেই এই দিনটি বেছে নেন। আবার কেউ কেউ গুরুত্বপূর্ণ কোনও কাজ করে থাকেন এই দিনে। তেমনই আবার কারও এই দিনটি কাজের দিন। অনেকেরই শনিবার অফিস থাকে। সে যাই হোক, গোটা দিন ভালো কাটুক সকলেরই কাম্য। গোটা দিন কেমন কাটবে তা আগে থেকে জানতে চান সকলে। সেই কারণে শাস্ত্রের গণনার দিকে অনেকেই খেয়াল রাখেন। আজ দেখে নিন শাস্ত্র মত, দেখে নিন আজ শনিবার দিনটি কার জন্য কঠিন হতে পারে। আজকের দিনটি ৩ রাশির জন্য কঠিন হতে পারে। দেখে নিন তালিকায় কে কে আছে।

বৃশ্চিক রাশি- ২৩ অক্টোবার থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল বৃশ্চিক। আজকের দিনটি এই রাশির জন্য কঠিন হতে চলেছে। এই রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। আজ কোনও কাজে বারে বারে বাধা আসতে পারে। আজ কারও দ্বারা আপমানিত হতে পারেন। আজ কোনও বিষয় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গোটা দিন থাকুন সতর্ক।

Latest Videos

ধনু রাশি- ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি ধনু। এই রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। আজ ভুল তথ্যে মন খারাপ হতে পারে। কোনও গুজবে বিশ্বাস করবেন না। আজ গোটা দিন সতর্ক থাকুন। আজ কোনও কাজে জেদ করবেন না। নতুন কোনও পদক্ষেপ নেবেন না। আর্থিক বিষয় সতর্ক থাকুন।

কুম্ভ রাশি- ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি কুম্ভ। আজকের দিনটি কঠিন হতে চলেছে এই রাশির জন্য। আজ সাহসী কোনও পদক্ষেপ নেবেন না। আজ কোনও কাজে নিজের মতামত না দেওয়াই ভালো। গোটা দিন থাকুন সতর্ক। শারীরিক দিক দিয়েও দিন ভালো নাও কাটবে পারে। তাই দূর ভ্রমণে না যাওয়াই ভালো। আজ সতর্ক থাকুন এই তিন রাশি। প্রতি মুহূর্তে সঠিক পদক্ষেপ ফেলবেন। তা না হলে সমস্যায় প ড়তে পারেন।

 

আরও পড়ুন-

কর্মক্ষেত্রে কাজের চাপ বড়বে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

এই মাসে ব্যবসায় উন্নতি হবে, জেনে নিন ডিসেম্বর মাস কেমন কাটবে কন্যা রাশির

শনিবারে সিংহ রাশির ব্যবসা ভালভাবে এগিয়ে যেতে পারে, দেখে নিন আজকের রাশিফল

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি