মকর সংক্রান্তির দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন কে কে রয়েছেন তালিকায়

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির এই বিশেষ উৎসব। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এটি মকর সংক্রান্তি বা উত্তরায়ণ নামে পরিচিত। এবছর ১৪ এবং ১৫ দুদিন ধরে পালন হচ্ছে সংক্রান্তি। এই বিশেষ দিনে গ্রহের পরিবর্তনের ফলে সকলের জীবনে পড়তে চলেছে কার প্রভাব। প্রতিদিনের মতো আজও সকলেরই নানান পরিকল্পনা রয়েছে। সেই অনুসারে কাজ না হলে, পরের দিকে দেখা দেয় সমস্যা। তবে, ভাগ্য সঙ্গ না দিলে কোনও কাজে সফল হওয়া কঠিন। শাস্ত্রে রয়েছে এমনই ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান সঠিক না থাকলে কোনও কাজে সফল হওয়া কঠিন। এই গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির গোটা দিন কেমন কাটবে। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

বৃষ রাশি – ২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে সেই ব্যক্তির রাশি হল বৃষ। আজকের দিনটি বৃষ রাশির জন্য কঠিন। আজ নিজের প্রাপ্য ক্ষমতার জন্য লড়াই করতে হতে পারে। তেমনই সব কাজে আসতে পারে বাধা। আজ কারও সঙ্গে তর্ক করতে গিয়ে পড়তে পারেন বিপদে।

Latest Videos

কুম্ভ রাশি- ১৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল কুম্ভ। আজ গোটা দিন চলুন বুদ্ধি করে। আজ আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। দিনটি কঠিন হতে পারে আপনার জন্য। আজ হতাশা জনক কোনও ঘটনা ঘটতে পারে। আপনি কারও আচরণে কষ্ট হতে পেতে পারেন। নিজের আবেগ রাখুন নিয়ন্ত্রণে।

মীন রাশি- ২৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মীন। আজকের দিনটি মীন রাশির জন্য কঠিন দিন। আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ সব কাজে আসতে পারে বাধা। তবে, বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনও সিদ্ধান্ত নিন।

 

আরও পড়ুন-

এই রাশিগুলি আজ সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবে, জেনে নিন কেমন থাকবে রবিবারের লাভ লাইফ

গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হবে এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

নতুন পরিকল্পনায় যোগদানের সুযোগ আসবে, দেখে নিন জানুয়ারি মাস কেমন কাটবে মীন রাশির

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
রাক্ষুসে আগুনে এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলস, প্রায় ৪০ হাজার জমি নষ্ট | LA Wildfires 2025 | World News
মালিকের অজান্তেই হয়ে গেল জমি বিক্রি! জমি জালিয়াতির শিকার Rajarhat-এর বাসিন্দা | Kolkata News Today
Saif Ali Khan-কে দেখতে এলেন Sanjay Dutt, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo