সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা, সারা দিন সম্মুখীন হতে পারেন নানান সমস্যার

Published : Jan 19, 2023, 10:04 AM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সারাদিন সকলের নানান পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুসারে দিন কাটুক তা সকলেরই কাম্য। কিন্তু, আপনার পরিকল্পনা মতো সব হবে তার কোনও কারণ নেই। শাস্ত্র রয়েছে এর ব্যখ্যা। আপনার রাশির ওপর গ্রহের অবস্থান কী থাকবে তার ওপর নির্ভর করে আপনার দিন কেমন কাটবে। সে কারণে অনেকেই ভরসা রাখেন জ্যোতিষশাস্ত্রের ওপর। দিনের শুরুতে সকলেই রাশিফলের ওপর নজর রাখেন। আজ রইল জ্যোতিষ মত। শাস্ত্রে মতে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কার জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। ২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল কন্যা। আর কন্যা রাশির ওপর গ্রহের অবস্থান অনুকূল নয়। তাই গোটা দিন থাকুন সতর্ক। আজ নিজের কাজ সময় মতো সম্পন্ন করতে নাও পারেন। আজ নতুন কাজের পরিকল্পনা গ্রহণ করবেন না। দেখা দিতে পারে বিপদ। ভুল সিদ্ধান্ত একাধিক ক্ষতির কারণ হতে পারে। আজ নানা কাজে আসতে পারে সমস্যা।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। ২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল মকর রাশি। আজ দুঃখ জনক কোনও খবর পেতে পারেন। আজ নানা কাজে আসতে পারে বাধা। আজ গোটা দিন থাকুন সতর্ক। আজ কারও সঙ্গে বিবাদ করবেন না। এমনকী, কারও নিন্দা করতে গিয়ে পড়তে পারেন বিপদে। তাই থাকুন সতর্ক। আজ নানা কাজে আসতে পারে বাধা। সতর্কতার সঙ্গে যে কোনও পদক্ষেপ নিন।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি কুম্ভ। আজকের দিনটি কঠিন হতে চলেছে কুম্ভ রাশির জন্য। আপনার সকল পরিকল্পনা আজ বাস্তবায়িত নাও হতে পারে। ভুল পদক্ষেপের কারণে আজ পড়তে পারেন বিপদে। তাই সতর্ক থাকুন এই তিন রাশি।

 

আরও পড়ুন-

বৃহস্পতিবার এই রাশিগুলি প্রেম জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে, জেনে নিন আপনার লাভ লাইফ

বিনিয়োগ সংক্রান্ত কাজ এড়িয়ে চলুন এই তারিখের জাতক-জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

বৃহস্পতিবার এই রাশিগুলির আর্থিক দিক থেকে সফল হতে চলেছে, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল