শনিবার দিনটি কাটতে পারে কঠিন ভাবে, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

Published : Apr 01, 2023, 10:43 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

শুরু হল নতুন মাস। মাসের প্রথম দিন সকলেই নানান পরিকল্পনা থাকে। সেই অনুসারে, সকলেরই নানান পরিকল্পনা থাকে। সেই অনুসারে, দিন না কাটলে কাজ জমে যাবে। তেমনই গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুসারে দিন না কাটলে পরে পড়তে পারে বিপদে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। হয়ে পারে ভুল। যে কারণে দেখা দিতে পারে অনুশোচনা। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মেষ রাশি 

২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজ মেষ রাশির জন্য কঠিন দিন। আজ গ্রহের পরিবর্তনের কারণে দিন কঠিন হতে পারে। আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ বিজয় ও কৃতিত্বের জন্য পরিশ্রম করতে হতে পারে। তবে, পরিশ্রমের ফল না পেতে পারেন।

কর্কট রাশি

২১ জুন ও ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি হল কর্কট। আজ নানান কাজে বাধা আসতে পারে। আজ গোটা দিন কাটবে জটিল ভাবে। নানা পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আজ প্রেম জীবনে দেখা দিতে পারে সমস্যা। গোটা দিন সতর্ক থাকুন। আজ নানান কাজে আসবে বাধা। আজ অস্বস্তিকর কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারে।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা রাশি। আজ গ্রহের পরিবর্তনের কারণে দিন হতে পারে কঠিন। আজ নানান জটিলতার সম্মুখীন হতে পারেন। আজ কারও সঙ্গে খারাপ আচরণ করবেন না। গোটা দিন দেখা দিতে পারে সমস্যা। গ্রহের পরিবর্তনের কারণে আজ কারও আচরণে আঘাত পেতে পারেন। ধৈর্য রাখুন। সাফল্য পাবেন। মেনে চলুন শাস্ত্র মত। গোটা দিন দেখা দিতে পারে জটিলতা।

 

 

আরও পড়ুন

Vastu Tips: বাস্তুদোষ দূর হবে খরগোশ পালনে, জেনে নিন কী কী উপকার মিলবে

Mahavir Jayanti 2023: রাজ পরিবারে জন্মগ্রহণ করে কিভাবে তিনি বর্ধমান থেকে মহাবীর হয়েছিলেন জেনে নিন

Astro Tips: মাসের প্রথম দিন পালন করুন দারুচিনির এই টোটকা, ঘটবে আর্থিক বৃদ্ধি

PREV
click me!

Recommended Stories

মঙ্গল গোচর ২০২৫: রাশি পরিবর্তনে এই মাসেই খুব খারাপ সময় শুরু হতে চলেছে ৫ রাশির
Love Horoscope: বাড়িতে বিয়ের কথা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল