দেখা দিতে পারে নানান জটিলতা, সোমবার দিন সতর্ক থাকুন তিন রাশির ছেলে মেয়েরা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সোমবার মানে নতুন সপ্তাহের সূচনা। গোটা সপ্তাহ জুড়ে সকলের রয়েছে নানান পরিকল্পনা। কোন দিন কী করবেন। কোন কাজ কখন করবেন তা আগে থেকে ভেবে রাখেন সকলে। তেমনই দিনের শুরুতে সকলে ছকে নেন দিন কেমন কাটাবেন। সেই অনুসারে সোমবার দিনটি সকলের কাছে গুরুত্বপূর্ণ। সোমবার দিন কখন কী কাজ করবেন, কোন কাজে কত সময় ব্যয় করবেন সকলেই তা আগে থেকে ছকে থাকেন। সেই মতো দিন কাটাতে চান সকলে। তবে, শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজকের দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি। দেখে নিন কার কার আজ কোন কোন সমস্যা হতে পারে।

কর্কট রাশি- ২১ জুন থেকে ২২ জুলাইয়ের মধ্যে কারও জন্ম হলে তার রাশি কর্কট। আজ কর্কট রাশির জন্য কঠিন দিন। প্রেম জীবনে কোনও জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ কাউকে অর্থ ধার না দেওয়াই ভালো। আজ কোনও কারণে অতিরিক্ত চিন্তা হতে পারে। আজ গ্রহের পরিবর্তনের খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর। সে কারণে বিরক্ত বোধ করতে পারেন।

Latest Videos

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজদের দিনটি তুলা রাশির জন্য কঠিন দিন। আজ নানা কাজে দেখা দিতে পারে বাধা। আজ মানসিক জটিলতায় ভুগতে পারেন। বিরক্তিকর অনুভূতি আসতে পারে মনে। আজ ধৈর্য রাখুন। মন খুব শান্ত রাখুন। এতে মিলবে উপকার। মানসিক শান্তিতে আজ ব্যঘাত ঘটতে পারে। আজ সতর্ক থাকলে মিলবে মুক্তি।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজ বৃশ্চিক রাশির জন্য কঠিন দিন। আজ আবেগ রাখুন নিয়ন্ত্রণে। আজ ব্যবসার ক্ষেত্রে দিনটি কঠিন। আজ বিরক্তিকর কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অযৌক্তিক কোনও বিষয় না জেনে মন্তব্য করবেন না।

 

আরও পড়ুন

দেখে নিন কোন তারিখের জাতক-জাতিকার সোমবার দিন কেমন কাটবে, রইল সংখ্যাতত্ত্বের গণনা

সোমবার এইরাশিগুলি বিনিয়োগে দুর্দান্ত সাফল্য পেতে চলেছে, জেনে নিন ২২ মে-এর আর্থিক অবস্থা

২২মে সোমবার এই রাশিগুলির সম্পত্তি লাভের দারুন যোগ রয়েছে, দেখে নিন আপনার আজকের রাশিফল

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata