রবিবার দিনটি কাটতে পারে কঠিন ভাবে, সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। তার ওপর আজ ছুটির দিন। কারও সঙ্গে সাক্ষাৎ করা কিংবা কোনও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকের। তেমনই কেউ কোনও গুরুত্বপূর্ণ কাজের জন্য রবিবার দিনটি স্থির করে রাখেন। তাই পরিকল্পনা মতো কাজ না হলে পড়তে পারেন বিপদে। কিন্তু, ভাগ্য সব সময় আপনার সঙ্গে দেবে এমন নয়। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। হয়ে পারে ভুল। যে কারণে দেখা দিতে পারে অনুশোচনা। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

সিংহ রাশি

Latest Videos

২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজকের দিনটি কঠিন হতে চলেছে সিংহ রাশির জন্য। গ্রহের স্থান পরিবর্তনের কারণে নানান কাজে আসবে বিপদ। আদ বুদ্ধি করে সব পদক্ষেপ নিন। আজ কথা বলার সময় সতর্ক থাকবেন। ভুল কথা বলে পড়তে পারেন বিপদে। আপনার কথায় কোনও জ্ঞানী ব্যক্তি আজ আঘাত পেতে পারেন।

বৃশ্চিক রাশি

২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃশ্চিক। আজকের দিনটি কঠিন হতে চলেছে বৃশ্চিক রাশির জন্য। আজ সারাদিন ক্লান্তি ও অসুস্থ বোধ করতে পারেন। তেমনই পড়তে পারেন নানান বিপদে। আজ বুধ ও মঙ্গল গ্রহের পরিবর্তনের কারণে কঠিন দিন আসকে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। আজ সারা দিন খিটখিটে মেজাজ বোধ করতে পারেন।

ধনু রাশি

২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজকের দিনটি ধনু রাশির জন্য কঠিন দিন। আজ বুধ স্থান পরিবর্তেন করতে চলেছে। তারই প্রভাব পড়বে ধনু রাশির ওপর। আজ প্রেম জীবনেও দেখা দিতে পারে কঠিন পরিস্থিতি। আপনার আচরণ অন্যের নিন্দার কারণ হতে পারে।

 

আরও পড়ুন

রবিবার এই ৫ রাশির অর্থনৈতিক অবস্থা চমৎকার থাকবে, জেনে নিন রাশি অনুযায়ী আপনার আজকের আর্থিক অবস্থা

২৩ এপ্রিল ৭ রাশির অর্থ উপার্জনের জন্য ভালো যোগ, দেখে নিন আপনার রবিবারের রাশিফল

বিবাহে সমস্যা থাকলে অক্ষয় তৃতীয়ায় করুন এই বিশেষ প্রতিকার, শীঘ্রই শুভ ফল পাবেন

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
Saline : ফেরেনি হুশ! মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ স্যালাইন | Malda
Minakshi Mukherjee : স্যালাইন কাণ্ড নিয়ে তৃণমূল সরকারকে ধুয়ে দিলেন মীনাক্ষী, দেখুন কী বলছেন
গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ
Rashifal Today : এই ৫ রাশির সাবধানতা অবলম্বন করা উচিৎ! দেখুন আজকের রাশিফল