২৫ মার্চ দিনটি কঠিন হতে চলেছে তিন রাশির জন্য, দেখে নিন কাদের সতর্ক থাকার পালা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

সপ্তাহান্ত ভালো কাটুক তা সকলেরই কাম্য। সে কারণে সকলে নিজের মতো গোটা দিনের পরিকল্পনা করে থাকেন। কেউ জমে থাকা কোনও কাজ সম্পন্ন করার কথা ভাবেন। কেউ গুরুত্বপূর্ণ কাজ করবেন বলে স্থির করেন। কিন্তু, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

বৃষ রাশি

Latest Videos

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে বৃষ রাশির জন্য। আজ নিজের ধৈর্য বজায় রাখুন। কর্কট রাশির ওপর মঙ্গলের বিচারের ফলে প্রভবা পড়তে চলেছে বৃষ রাশির ওপর। আজ কঠোর ভাবে দিন কাটবে। কারও আচরণে খারাপ লাগতে পারে। তেমনই আজ কোনও বন্ধুর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। হারিয়ে ফেলতে পারেন কোনও বন্ধুকে।

মিথুন রাশি

২১ মে থেকে ৩০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজকের দিন কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। আজ পরিশ্রম সত্ত্বেও ফল নাও পেতে পারেন দুর্ভাগ্য বসত সমস্যায় পড়তে পারেন। আজ কারও আচরণে মন আঘাত পেতে পারেন। আজকের দিনটি সতর্কতার সঙ্গে সব পদক্ষেপ নিন। আজ কোনও নতুন কাজে হাত না দেওয়াই ভালো। তেমনই কারও কথার ওপর ভরসা করার আগে একবার যাচাই করে নিন।

মীন রাশি

২৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মীন। আজকে গ্রহের পরিবর্তনের কারণে মীন রাশির দিন হতে চলেছে কঠিন। আজ মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখুন। আজ গ্রহের পরিবর্তনের কারণে দিন হতে চলেছে কঠিন। আজ সব কাজে আসবে বাধা। তেমনই অন্যের দোষ আপনার ঘাড়ে আসতে পারে। তাই সতর্ক থাকুন। শাস্ত্র মতে, দিন হতে চলেছে কঠিন। সতর্ক থাকলে সব কিছু থেকে পেতে পারেন মুক্তি।

 

 

আরও পড়ুন

বসন্তের নবরাত্রির পূজা, ১১০ বছর পর বাসন্তী পুজোয় বিরল কাকতালীয় যোগ, জেনে নিন দিন-ক্ষণ ও সময়

সম্পত্তি সংক্রান্ত বাধা দূর হবে এই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

শনিবার এই ৭ রাশি প্রেমের জোয়ারে ভাসবে, জেনে নিন ২৫ মার্চ আপনার প্রেমের অবস্থা

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly