কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন, গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

গোটা দিন জুড়ে সকলেরই থাকে নানান পরিকল্পনা। কখন কী করবেন, কোথায় যাবে, কোন কাজে কতটা সময় দেবেন সব স্থির করে রাখেন সকলে। আর সেই অনুসারে দিন না কাটলে সব কাজ জমে যায়। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান অনুকূল না হলে যে কোনও কাজে সফল হওয়া কঠিন। সে কারণে সকলেই দিনের শুরুতে নজর রাখেন জ্যোতিষ গণনার ওপর। গোটা দিন কেমন কাটবে তা জানা যায় গণনা দেখলে। সেই অনুসারে, আজকের দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য। আজ খিটখিটে মেজাজ বোধ করবেন। আজ ব্যঘাত ঘটতে পারে সকল কাজে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। তেমনই সব কাজে আসতে পারে বাঁধা। তেমন জড়াতে পারেন কোনও বিবাদে। দেখে নিন তালিকায় কে কে আছেন। কাজ জন্য আজকের দিনটি হতে চলেছে কঠিন।

মেষ রাশি

Latest Videos

২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজ গ্রহের পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে মেষ রাশির ওপর। আজ অনিচ্ছা সত্ত্বেও আপনার জীবনে আনতে হবে পরিবর্তন। ধৈর্য রাখলে সব কাজে মিলবে সাফল্য। আজ সারাদিন পড়তে পারেন নানান সমস্যায়। আজ কাউকে অধিক বিশ্বাস করে কোনও কথা না বলাই ভালো। এতে সমস্যা তৈরি হবে। আজ সতর্ক না থাকলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন।

বৃষ রাশি

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজকের দিনটি কঠিন হতে চলেছে বৃষ রাশির জন্য। আজ নানা কাজে আসবে বাধা। আজ কাজে বাধা পেতে পারেন কিন্তু সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে চলুন। আজকের দিনটি হতে চলেছে কঠিন। আজ সতর্কতার সঙ্গে সকল পদক্ষেপ নিন। তা না হলে পড়তে পারেন বিপদ।

মিথুন রাশি

২১ মে থেকে ২০ জুনের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মিথুন। আজকের দিনটি কঠিন হতে চলেছে মিথুন রাশির জন্য। আজ কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। তেমনই আজ ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনা আছে প্রবল। তা সতর্ক থাকুন। আজ নতুন কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে দেখা দিতে পারে। রইল শাস্ত্র মতে। আজ সতর্ক না থাকলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন।

 

আরও পড়ুন

কেরিয়ার নিয়ে চলতে থাকা উদ্বেগ দূর হবে এই দুই তারিখের জাতক-জাতিকার, দেখে নিন সংখ্যাতত্ত্বের গণনা

মঙ্গলবারে এই ৫ রাশির প্রেম জীবনে ঝামেলা আসবে, জেনে নিন ২৮ মার্চ আপনার প্রেমের অবস্থা

২৮ মার্চ ৫ রাশির আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী থাকবে, দেখে নিন মঙ্গলবারের আর্থিক রাশিফল

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন