বৃষ তুলা মকর রাশির ছেলে মেয়ের জন্য রাখির দিনটি কঠিন, আজ নানান কারণে জটিলতার মধ্যে দিন কাটবে

Published : Aug 30, 2023, 10:42 AM IST
stress

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

আজ সর্বত্র উৎসবে মরশুম। পালিত হচ্ছে রাখি উৎসব। ৩০ ও ৩১ তারিখ পালিত হবে এই উৎসব। ভাই-বোনের সম্পর্কের এক বিশেষ দিন এটি। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখি বাঁধে বোনেরা। আজ সকলের আছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা। গোটা দিন কখন কোন কাজ করবেন ঠিক করে থাকেন। তেমনই কোন কাজে কত সময় ব্যয় করবেন তা স্থির করে নিয়ে থাকেন। সেই অনুসারে দিন কাটাতে চান সকলে। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে দিন কাটুক তা সকলেই চান। কিন্তু, আপনার পরিকল্পনা মতো দিন কাটবে এমন নয়। এক্ষেত্রে মেনে চলুন শাস্ত্র মত। আজ রাখির দিনটি তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা।

বৃষ রাশি

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজ গোটা দিন নানান জটিলতার মধ্যে দিয়ে কাটবে। আজ মেজাজ রাখুন সঠিক। রাগ বা জেদের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না। এতে আজ বিপদে পড়তে পারেন। আজ না জেনে কোনও বিষয় প্রতিক্রিয়া দেবেন না। বা নিজের মন্তব্য করবেন না। এতে সমস্যা তৈরি হতে পারে।

তুলা রাশি

২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরের মধ্যে কারও জন্ম হলে তার রাশি তুলা। আজ সতর্ক থাকার দিন। গোটা দিন নানান জটিল পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটবে। আজ নিজের অহং-র ওপর রাখুন নিয়ন্ত্রণ। তা না হলে আপনিই পড়বেন বিপদে। গোটা দিন সতর্ক থাকুন। শাস্ত্র মতে, আজ সতর্ক থাকলে যে কোনও সমস্যা থেকে মিলবে মুক্তি।

মকর রাশি

২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ কাউকে গোপন পরিকল্পনা জানাবেন না। গ্রহের পরিবর্তনের কারণে আজ রাখির দিন হতে পারে কঠিন। আজ সকল পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ নতুন কাজে হাত দেবেন না। আজ আপনি যে কোনও নতুন কাজে হাত দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। আজ সামান্য অসর্তকা ব্যর্থতার কারণ হতে পারে। মেনে চলুন শাস্ত্র মত। এতে মিলবে উপকার।

 

আরও পড়ুন

বুধবারে এই রাশিগুলির প্রেম হবে সম্পূর্ণ, দেখে নিন ১২ রাশির আজকের প্রেমের জীবন

বুধবার এই ৫ রাশির আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে, জেনে নিন ৩০ অগাষ্ট আপনার আর্থিক অবস্থা

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বুধবার দিনটি, রইল জ্যোতিষ গণনা

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল