আজ তৈরি হতে পারে কঠিন পরিস্থিতি, গোটা দিন সতর্ক থাকুন এই তিন রাশি

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

শনি-রবি দিনটির জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। সপ্তাহে ছুটির দিন হিসেবে বিবেচিত হয় এই দুই দিন। সকলেই সারা সপ্তাহের কর্মব্যস্ততা বাদে নিজের মতো করে পালন করে দিনটি। সে কারণে গোটা দিন সকলেই নিজের মতো পরিকল্পনা করে রাখেন। কখন কোনও কাজ করবেন। এমনকী ছুটির দিনে কোন কোন কাজ করবেন সব কিছু আগে থেকে পরিকল্পনা করে রাখেন অনেকে। কিন্তু, আপনার দিন যে আপনার পরিকল্পনা মতো কাটবে তার নিশ্চিক করে বলা কঠিন। এর ব্যখ্যা আছে শাস্ত্রে। শাস্ত্র মতে, গ্রহের অবস্থান ঠিক থাকলে গোটা দিন কাটবে ভালো ভাবে। তেমনই গ্রহের অবস্থান ঠিক না থাকলে দেখা দিতে পারে নানান জটিলতা। শাস্ত্র মতে, আজ দিন তিন রাশির জন্য কঠিন দিন। আজ নানান কাজে আসবে বাধা। তেমনই গোটা দিন কোনও কাজই পরিকল্পনা মতো সফল নাও হতে পারে। আজ কারও আচরণে দুঃখ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। দেখে নিন আজ কাদের সতর্ক থাকার পালা। সতর্ক থাকলে সমস্যা থেকে মিলবে মুক্তি।

বৃষ রাশি

Latest Videos

২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে কারও জন্ম হলে তার রাশি বৃষ। আজকের দিন কঠিন হতে পারে এই রাশির জন্য। আজ নানান কাজে দেখা দিতে পারে জটিলতা। দুর্ভাগ্যবশত আজ কোনও কাজে আসবে বাধা। গ্রহের পরিবর্তনের কারণে আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। দিন কাটবে জটিলতার মধ্য দিয়ে। আজ কারও আচরণে হতাশ হতে পারেন।

মিথুন রাশি

২১ মে থেকে ২০ জুন রাশির মধ্যে কারও জন্ম হলে মিথুন রাশি। আজকের দিনটি মিথুন রাশির জন্য কঠিন রাখুন। আজ নানান কাজে আসবে বাধা। ছুটির দিনে অনেকে গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করে থাকেন। কিন্তু, আজ কোনও কাজে হাত না দেওয়াই ভালো। আজ সামান্য ভুলে দেখা দিতে পারে জটিলতা।

মকর রাশি

২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে কারও জন্ম হলে তার রাশি মকর। আজ মকর রাশির জন্য কঠিন দিন। আজ কোনও কারণে বিরক্তি বোধ করতে পারেন। আজ কোনও গুরুত্বপূর্ণা ঘোষণা করবেন না। এতে সমস্যায় পড়তে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। আজ নানান কাজে দেখা দেবে সমস্যা। আজ নিজের রাগ রাখুন নিয়ন্ত্রণে। কোনও বিপদে পড়তে পারেন। আজ আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না।

 

আরও পড়ুন

রাজা থেকে সরাসরি ভিখারি হতে পারে কুণ্ডলীতে দারিদ্র যোগ থাকলে, বিপজ্জনক এই যোগে এক টাকার জন্যও সংগ্রাম করতে হয়

শনিবার এই ৫ রাশির বিবাহিতদের জন্য দুর্দান্ত সময় কাটবে, জেনে নিন ৬ মে আপনার প্রেমের অবস্থা

শনিবার এই রাশিগুলির হবে কেরিয়ারে উন্নতি ও ব্যবসায় প্রচুর লাভ, জেনে নিন ৬ মে-এর আর্থিক অবস্থা

Share this article
click me!

Latest Videos

খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?