মেষ থেকে কুম্ভ- এই পাঁচ রাশি ছেলে মেয়েরা নিজের অনুভূতির কথা স্বীকার করেন না, দেখে নিন তালিকা

রইল পাঁচ রাশির কথা। এরা একেবারে অন্যরকম হয়। এরা সত্যি স্বীকার করতে ভয় পান। নিজের অনুভূতির কথা স্বীকার করেন না, দেখে নিন তালিকা। দেখে নিন কে কে এমন স্বভাবের মানুষ।

বৈদিক শাস্ত্রে, রয়েছে ১২ রাশির উল্লেখ। মেষ থেকে মীন এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে মানসিকতার তফাত। তফাত রয়েছে আচরণে। আজ রইল পাঁচ রাশির কথা। এরা একেবারে অন্যরকম হয়। এরা সত্যি স্বীকার করতে ভয় পান। নিজের অনুভূতির কথা স্বীকার করেন না, দেখে নিন তালিকা। দেখে নিন কে কে এমন স্বভাবের মানুষ।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। নিজের অনুভূতির কথা স্বীকার করতে চান না। এই রাশির ছেলে মেয়েরা নিজের মনকে বুঝতে চান না। মনে একরকম ভাবনা থাকেও মনের কথা উপেক্ষা করে থাকেন এই রাশির ছেলে মেয়েরা।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরাও মেষ রাশির মতো। এই রাশি ছেলে মেয়েরা নিজের মনের কথা না শুনে সব বুদ্ধি দিয়ে বিচার করে থাকেন। সে কারণে অনেক সময় বিপদেও পড়েন এরা। এই রাশির ছেলে মেয়েরা একেবার অন্য স্বভাবের।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। বাকি দুই রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এই রাশির ছেলে মেয়েরা একেবারে অন্য রকমের। এরাও মনের কথা শুনতে চান না। মনের কথার বদলে এরা বুদ্ধি দিয়ে সব বিচার করে থাকেন। সে কারণে বিপদের মুখ থেকে বেঁচে যান ঠিকই কিন্তু মনে দ্বন্দ্ব থেকে যায়। এরা সহজে মনের কথা স্বীকার করতে চান না।

মকর রাশি

রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। এই রাশির ছেলে মেয়েরা বাকিদের মতো। এরাও সহজে মনের কথা স্বীকার করতে চান না। যে কোনও ক্ষেত্রে এমন কাজ করেন থাকেন যা করা বাস্তবে প্রয়োজন। এরা সব ক্ষেত্রে বুদ্ধি দিয়ে বিচার করে থাকেন। মনের কথা শোনেন না এরা।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। নিজের অনুভূতির কথা স্বীকার করেন না। মনের কথা শোনেন না এরা। সব সময় বাস্তবতা দিয়ে সব বিচার করে থাকেন। এরা একেবারে অন্যরকম হয়ে থাকেন। এদের এই স্বভাবের কারণে অনেকে এদের পছন্দ করেন না।

 

আরও পড়ুন-

ঠিক ১৩ দিন পরে ঘটবে বড় পরিবর্তন, এই মানুষদের ভাগ্য উজ্জ্বল হবে আর্থিক লাভও হবে প্রচুর

সোমবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন তালিকায় কে কে আছেন

মঙ্গলের গোচরের কারণে এই ৪ রাশির খারাপ সময় আসতে পারে, অবিলম্বে করুন প্রতিকার

 

 

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন