সোমবার দিনটি কঠিন হতে চলেছে এই তিন রাশির জন্য, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Nov 21, 2022, 11:22 AM IST
astrology

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য দিনটি হতে চলে কঠিন। দেখে নিন এই তালিকায় কে কে আছেন। শাস্ত্র মতে এই তিন রাশি আজ সারাদিন সতর্ক থাকুন।

শুরু হল নতুন সপ্তাহ। সোমবার দিনটি সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের শুরুর দিনটি ভালো গেলে গোটা সপ্তাহ ভালো কাটে। সকলেরই প্রতি সপ্তাহে নানান পরিকল্পনা থাকে। আর এই সকল পরিকল্পনা বাস্তবায়িত করার দিন হল এটি। সে কারণে সকলে জ্যোতিষ শাস্ত্রের ওপর ভরসা করেন। আজ রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশির জন্য আজকের দিনটি কঠিন। আজ নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিকল্পনা মাফিক কাজ নাও হতে পারে। শাস্ত্র মতে, আজ সোমবার অর্থাৎ ২১ নভেম্বর গোটা দিনটি সতর্ক থাকুন এই তিন রাশির জাতক জাতিকারা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

বৃষ রাশি- ২০ এপ্রিল থেকে ২০ মে-র মধ্যে আপনার জন্ম হলে আপনার রাশি বৃষ। এই রাশির ছেলে মেয়েরা আজ কোনও হ্যাঙ্গ আউট করবেন না। আজ ভ্রমণের সময় সতর্ক থাকুন। আজ অপরাধ জনক কাজে জড়িয়ে পড়তে পারেন। তাই সতর্ক থাকুন। আজ পরিবারের সঙ্গে সময় কাটাতে সময় নাও পেতে পারেন। আজ সতর্ক থাকুন সারাদিন। তা না হলে সমস্যায় পড়তে পারেন।

মিথুন রাশি- ২১ মে থেকে ২০ জুনের মধ্যে আপনার জন্ম হলে আপনি মিথুন রাশির অন্তর্ভূক্ত। আজকের দিনটি কঠিন হতে পারে এই রাশির জন্য। আজ পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। আজ সতর্ক থাকুন। না জেনে মন্তব্য করলে বিপদে পড়তে পারেন। আজ কোনও ধরনের সংঘর্ষে অংশ নিতে পারেন। আজ আপনার জন্য যে কোনও পরিস্থিতি কঠিন মনে হতে পারে। আজ যে কোনও কাজে সঠিক ব্যক্তির পরামর্শ নিন। তা না গলে সমস্যায় পড়বেন। তাই গোটা দিন সতর্ক থাকুন।

কন্যা রাশি- ২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে কারও জন্ম হলে আপনার রাশি হল কন্যা। আজ ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন। আজ প্রেমের সম্পর্কে সমস্যা হতে পারে। আজ সারাদিন সতর্ক থাকুন। কোনও কারণে বিপদে পড়তে পারেন। আজ গোটা দিন সতর্ক থাকাই ভালো। তা না হলে সমস্যা হতে পারে। যে কোনও ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকুন। এতে মিলবে উপকার। রইল তিন রাশির কথা। শাস্ত্র মতে, এই তিন রাশির ছেলে মেয়েরা আজ গোটা দিন সতর্ক থাকুন। তা না হলে সমস্যা দেখা দিতে পারে।

 

আরও পড়ুন-

মঙ্গলের গোচরের কারণে এই ৪ রাশির খারাপ সময় আসতে পারে, অবিলম্বে করুন প্রতিকার

সোমবার কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল

মেষ থেকে মীন সোমবার কেমন থাকবে আপনার প্রেমের সম্পর্ক, জেনে নিন ১২ রাশির সোমবারের লাভ লাইফ

PREV
click me!

Recommended Stories

নতুন বছরে শনির ঘর বদলে শুভ ফল, ভাগ্য খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় আপনি কি না
Love Horoscope: আজ সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের আলোচনা হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল