স্বার্থপর স্বভাবের হন এরা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যান

জেদি স্বভাবেরও হয়ে থাকেন। এদের মতে, নিজের ভাবনা-চিন্তাই সেরা। সে কারণে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব রকম পথ অনুসরণ করতে পছন্দ করে থাকেন এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

প্রায় প্রত্যেকেরই নিজের সুবিধার কথা আগে ভাবেন। তবে, তাতে অন্য কারও বিপদ হোক এমন চান না। তেমনই অনেকে আছেন যারা অন্যকে সব সময় সাহায্য করতে চান। পরোপকারী হন এরা। তেমনই রয়েছেন এমন কিছু মানুষ যারা শুধুমাত্র নিজের সুবিধার কথা ভাবেন। আজ রইল চার রাশির কথা। জ্যোতিষ শাস্ত্রে এদের একটি বিশেষ স্বভাবের ব্যাখ্যা রয়েছে। স্বার্থপর স্বভাবের হন এরা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যান। এরা জেদি স্বভাবেরও হয়ে থাকেন। এদের মতে, নিজের ভাবনা-চিন্তাই সেরা। সে কারণে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব রকম পথ অনুসরণ করতে পছন্দ করে থাকেন এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মেষ রাশি

Latest Videos

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। স্বার্থপর স্বভাবের হন এরা, নিজের স্বার্থ সিদ্ধির সব রকম প্রচেষ্টা চালিয়ে যান। এই রাশি ছেলে মেয়েরা জেদী স্বভাবেরও মানুষ হন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা নিজেরা যা ঠিক বোঝেন সেই পথে হাঁটেন। এরা নিজের স্বার্থের কথা সবার আগে চিন্তা করেন।

কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। নিজের কোন কাজে ভালো হবে তা সব থেকে গুরুত্বপূর্ণ। এরা নিজের স্বার্থ ছাড়া তেমন কিছ বোঝেন না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রয়োজনে শক্রুদের সঙ্গেও বন্ধুত্ব করতে পারেন এই রাশির ছেলে মেয়েরা।

সিংহ রাশি

রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এই রাশির ছেলে মেয়েরা একেবারে অন্যরকম স্বভাবের। এরা স্বার্থপর ও জেদী। নিজের স্বার্থ সিদ্ধির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যান। বাকি রাশির জাতক জাতিকার মতো এরা শুধু নিজের কথাই ভাবেন। সে কারণে এরা অনেকের অপছন্দের মানুষ হয়ে ওঠেন। এদের থেকে দূরে থাকুন।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। বাকি চার রাশির সঙ্গে এদের মিল বিস্তর। এই রাশির ছেলে মেয়েরাও স্বার্থপর স্বভাবের হন এরা। এরাও নিজের সব কাজ সম্পন্ন করতে বিভিন্ন ধরনের পথ অনুসরণ করে থাকেন। চিনে নিন এই পাঁচ রাশিকে। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সাবধান। না হলে বিপদে পড়তে পারেন। 

আরও পড়ুন-

নতুন বছরে এইভাবে নতুন ক্যালেন্ডার রাখুন, অগ্রগতিতে আসা বাধা দূর হবে

জন্মছকে এই যোগ থাকলে হাতে টাকা থাকে না, এরা দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করে, জেনে নিন এর প্রতিকার

ডিসেম্বরে একই গ্রহের অবস্থান তিনবার পরিবর্তন হবে, এই ৪ রাশি দিনরাত নোট নিয়ে খেলবে

 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল