
সারাদিনে কখন কোন কাজ করবেন, কোন কাজে কত সময় ব্যয় করবেন- এই সবই পরিকল্পনা করে রাখেন সকলে। গোটা দিন জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। আজ নানান পরিকল্পনা আছে সকলের। আজ কারও অফিসে কাজের পরিকল্পনা আছে তো কারও ব্যবসার পরিকল্পনা আছে। গোটা দিন সকলের ভেবে নেন কখন কোন কাজে কত সময় ব্যয় করবেন। কিন্তু, আপনার পরিকল্পনা মতো দিন কাটবে এমন নয়। এক্ষেত্রে মেনে চলুন শাস্ত্র মত। যে কোনও কাজ সম্পূর্ণ করতে ও যে কোনও কাজে সফল হতে এই তিন রাশিকে সম্মুখীন হতে হবে নানান সমস্যায়। শাস্ত্র মতে, গ্রহের পরিবর্তনের ফলে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে সকলের জীবন। এর প্রভাব কারও ভালো সময় শুরু হয় তো কারও খারাপ সময়। সেই অনুসারে, আজ তিন রাশির ছেলে ও মেয়েদের সতর্ক থাকার পালা। আজ তাদের প্রতি পদক্ষেপে দিতে হবে পরীক্ষা। সম্মুখীন হবেন নানা জটিলতায়। পারিবারিক কাজ থেকে শুরু করে ব্যবসার কাজ- সব নিয়ে একগুচ্ছ ব্যস্ততা। আজ এই তিন রাশি সতর্ক থাকলে মিলবে জটিলতা থেকে মুক্তি।
মেষ রাশি
২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে কারও জন্ম হলে তার রাশি মেষ। আজ দিন মেষ রাশির জন্য কঠিন। আজ নিজেকে প্রকাশ করতে পারেন। তবে, সব পদক্ষেপ নিন সতর্কতার সঙ্গে। আজ বিরক্তিকর কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ যে কোনও দ্বন্দ্ব থেকে সতর্ক হন। আজ কাউকে গোপন কোনও পরিকল্পনার কথা জানাবেন না।
সিংহ রাশি
২৩ জুলাই থেকে ২২ অগস্টের মধ্যে কারও জন্ম হলে তার রাশি সিংহ। আজ সিংহ রাশির জন্য কঠিন দিন। আজ কোনও খাতে বিনিয়োগের আগে সতর্ক হন। আজ গ্রহের পরিবর্তনের কারণে নানান কাজে আসবে বাধা। আজ আপনার কথা ভুল ব্যাখ্যা কেউ করতে পারে। তাই সতর্ক হন। আজ কোনও কাজের আগে ভালো করে পরিকল্পনা করে নিন।
ধনু রাশি
২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরর মধ্যে কারও জন্ম হলে তার রাশি ধনু। আজ ধনু রাশির দিনও কাটবে কঠিন ভাবে। আজ ইতিবাচক শক্তি নাও অনুভব করতে পারেন। আজ কারও আক্রমণাত্মক আচরণের কারণে মন খারাপ হতে পারে। গোটা দিন সতর্ক থাকলে মিলবে উপকার। আজ ধনু রাশির দিন কঠিন।
আরও পডুন
আপনি যদি রাহু-কেতুর কুনজরে অস্থির হয়ে থাকেন, তবে এই নিশ্চিত প্রতিকারগুলি সব সমস্যা দূর করবে
বুধবার এই ৬ রাশির বিনিয়োগের বিষয়ে সাবধান থাকতে হবে, জেনে নিন ৯ অগাষ্ট আপনার আর্থিক অবস্থা