প্রেম নিয়ে সকলের জীবনে রয়েছে আলাদা আলাদা কাহিনি। কারও কাহিনি আনন্দে ভরপুর তো কারও বিরহে। প্রেম করলেই যে সে সম্পর্ক পরিণতি পাবে এমন নয়। বহু বছরের প্রেম সামান্য ঘটনায় ভেঙে যায়। অনেক সময় নিজের ভুলেই প্রেম ভাবে আবার অনেক সময় পরিস্থিতির কারণে। তবে, এই সিংহ রাশির মেয়েদের এমন আচরণ অধিকাংশ বিচ্ছেদের কারণ হয়।