এই মাসে হঠাৎ করে হাতে অনেক টাকা আসতে পারে, জেনে নিন অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে ধনু রাশির উপর

বছরের নবম মাস অগ্রহায়ণ। পাশাপাশি রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের নবম মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

"অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের নবম মাস ধরা হত। এখন এটি বাংলা সালের নবম মাস। কিন্তু এক সময় অগ্রহায়ণ ছিল বছরের নবম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের নবম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। জেনে নেওয়া যাক বাংলা বছরের নবম মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশি চক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এদের বদান্যতার জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এরা ধার্মিক, সৎ, পরোপকারী এবং আদর্শবাদী হয়। এদের অর্থ ভাগ্য খুব ভাল নয়। এরা দৈবে অত্যধিক বিশ্বাসী হওয়ায় কর্মে ব্যাঘাত আসতে পারে। প্রথম জীবনে নানা বাধা বিঘ্ন, মানসিক অস্থিরতা, অর্থাভাব ইত্যাদি প্রায়ই দেখা দেয়। এরা ব্যক্তিত্বসম্পন্ন হওয়ায় অন্যের অধীনে কাজ করতে অসুবিধা ভোগ করে। মধ্য জীবনের পর থেকে আর্থিক অবস্থা ভাল হতে থাকে। বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এরা প্রচণ্ড পরিশ্রমী হওয়ায় অবস্থা পাল্টে যায়। বন্ধু সংখ্যা একটু কম।

Latest Videos

ধনু রাশির উপর অগ্রহায়ণ মাসের প্রভাব

অগ্রহায়ণ মাসে ধনু রাশির কাজের চাপে মাসের শেষের দিকে অসুস্থ হতে পারেন। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। তবে সব কিছু ছাপিয়ে হঠাৎ করেই আর্থিক উন্নতির যোগ। বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। এই মাসে কোনও ভুলের জন্য মন কষ্ট পাবেন। আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। এর অর্থ হল হঠাৎ করে আপনার হাতে এই মাসে অনেক টাকা আসতে পারে। সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর পেতে পারেন। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে।

 

Share this article
click me!

Latest Videos

এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি