ব্রক্ষ্মাযোগে হবেন লাভবান, ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির, দেখে নিন তালিকায় কে কে আছেন

Published : Oct 11, 2023, 06:08 PM ISTUpdated : Oct 11, 2023, 06:31 PM IST
International Astrology Day

সংক্ষিপ্ত

১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার চাঁদ সিংহ রাশির পর গোচর করবে কন্যা রাশিতে। সে কারণে শুভ সময় শুরু হতে চলেছে পাঁচ রাশির।

বৃহস্পতিবার অর্থাৎ ১২ অক্টোবর গুরু গ্রহের বিশেষ দিন। কাল গঠিত হবে ব্রক্ষ্মাযোগ। স্থান পরিবর্তন করতে চলেছে বৃহস্পতি। ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার চাঁদ সিংহ রাশির পর গোচর করবে কন্যা রাশিতে। সে কারণে শুভ সময় শুরু হতে চলেছে পাঁচ রাশির। দেখে নিন তালিকায় কে কে আছেন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। বৃহস্পতিবার দিনটি ভালো কাটবে কন্যা রাশির। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাত হবে। বিনিয়োগের জন্য আদর্শ দিন। তেমনই আর্থিক লাভের মুখ দেখবেন।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। কেরিয়ারে উন্নতি হবে বৃশ্চিক রাশির। দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার প্রেম জীবন ভালো কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। মহা দেবের আশীর্বাদ লাভ করবেন এই রাশির ছেলে মেয়েরা। কাল নতুন বন্ধু হবে। ব্যবসায় লাভবান হবেন। তেমনই চাকরি ক্ষেত্রে নতুন খবর আসতে পারে। ব্রক্ষ্মাযোগে চমৎকার লাভ হবে ধনু রাশির।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। ব্রক্ষ্মাযোগে শুভ সময় শুরু হবে কুম্ভ রাশির। আর্থিক লাভের মুখ দেখবেন এই রাশির ছেলে মেয়েরা। তেমনই পরিবারে থাকবে শান্তি। পড়াশোনায় ভালো ফল পেতে পারেন।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। ব্রক্ষ্মাযোগে চমৎকার লাভ হবে মিথুন রাশির। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। তেমনই জীবনের কোনও কঠিন সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। বৃহস্পতিবার দিন ভালো কাটবে মিথুন রাশির ছেলে মেয়েদের।

 

আরও পড়ুন

আয়ের নতুন পথ খুঁজে পাবেন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা

এই ছয় রাশি জীবনে কোটিপতি হবেই, দেখে নিন সেই তালিকায় আপনি আছেন কি না

Love Horoscope 11 October 2023: বুধবার এই রাশিগুলির সম্পর্ক কেমন থাকবে, জেনে নিন আজকের প্রেমের রাশিফল ​​

PREV
click me!

Recommended Stories

রাহু কেতুর ছায়া কেটে এবার মহালক্ষ্মী যোগ, এই ৬ রাশির কোটিপতি হওয়ার দিন
নতুন বছরে শনির ঘর বদলে শুভ ফল, ভাগ্য খুলবে তিন রাশির, দেখে নিন তালিকায় আপনি কি না