এই ছয় রাশি জীবনে কোটিপতি হবেই, দেখে নিন সেই তালিকায় আপনি আছেন কি না

আজ দেখে নেবো সেই রাশিগুলিকে যারা জীবনে কোনও কারণ ছাড়াই প্রচুর অর্থ উপার্জন করবেন। কোন কোন রাশি অছে এই তালিকায় দেখে নিন-

জীবনে চলার পথে এমন প্রচুর মানুষ দেখা যায় কঠোর পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারেন না। আবার এমনও অনেক আছে যারা অল্প খাটনিতেই বা স্পল্প জ্ঞানেই কোটিপতি হয়ে উঠেছেন। জ্যোতিষ বলছে ১২ টি রাশির মধ্যে এমন কিছু রাশি আছে যারা জীবনে খাটুক বা না খাটুক ধনী তারা হবেই। আজ দেখে নেবো সেই রাশিগুলিকে যারা জীবনে কোনও কারণ ছাড়াই প্রচুর অর্থ উপার্জন করবেন। কোন কোন রাশি অছে এই তালিকায় দেখে নিন-

মেষ রাশি-

Latest Videos

রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। যেভাবেই হোক এদের হাতে টাকা চলেই আসে।

বৃষ রাশি-

রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। আত্মীয় স্বজনের জন্য এরা প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। এরা বিপরীত লিঙ্গের সহজে মন জয় করতে পারে সহজেই। নিজ গুণে এরা সবার উপরে সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এদের জীবনে উত্থান পতন খুব কম। তবে এরা জীবনে অনেক ভালো সুযোগ এরা নষ্ট করে দেয়। এদের স্মৃতিশক্তি খুব প্রখর, এরা সহজে কোনও কিছু ভোলে না। এদের ঈশ্বর ভক্তি প্রবল হয়ে থাকে। ভালো কেরিয়ারের জন্য এই সব কিছুই অত্যন্ত জরুরি। মনে রাখবেন, কোনও কিছুতে পারদর্শী হলে, অর্থ আপনার পিছু পিছু আসবেই। এই কারণে বৃষ রাশির জাতকরা অর্থবান হন।

সিংহ রাশি-

রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। এরা সম্পূর্ণ নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের লক্ষ্য অর্জনের জন্য এরা যে কোনও পর্যায়ে যেতে পারে। গবেষণা অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের অনেকেই সিংহ রাশি।

কন্যা রাশি

রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা একা থাকতে পছন্দ করেন না। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা সকলের জন্য চিন্তা করেন। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকরা বাস্তববাদী ও নিজের চিন্তাভাবনা দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাই এদের অর্থবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

বৃশ্চিক রাশি

রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। এঁরা নিজের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে গোপনে গবেষণা করেন। যার মাধ্যমে বৃশ্চিক রাশির জাতকরা নিজেকে তাঁদের চেয়েও বেশি শক্তিশালী করে তুলতে চান।

মকর রাশি

রাশিচক্রের দশমতম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকাদের এদের বন্ধুরা সব সময় এড়িয়ে যায়। এরাই একা থাকতেই বেশি পছন্দ করে। এদের সন্দেহপ্রবণতার জন্য বিবাহিত জীবনে অনেক সমস্যা দেখা দেয়। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এদের অবসাদ এবং বিষাদ এদের মধ্যে অতি মাত্রায় দেখা যায়।তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন নিজের ব্যক্তিগত আবেগকে কখনও কাজের পথের বাধা হয়ে উঠতে দেন না। তাই শেষমেষ প্রচুর টানা বাড়িয়ে নেন এই রাশি

Share this article
click me!

Latest Videos

এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh