মার্চ মাসের ২২ তারিখ, অর্থাৎ ঠিক দু’দিন পর থেকেই শুরু হচ্ছে চলতি বছরের চৈত্র নবরাত্রি তিথি। শক্তির আরাধনা জন্য এই পুণ্য তিথিতে দেবী দুর্গাকে খুশি করতে পারলে পূরিত হয় দীর্ঘদিনের মনস্কামনা। হিন্দু ধর্ম মতে, নবরাত্রির সময় দেবী দুর্গার প্রিয় জিনিসগুলি দিয়ে পুজো করলে দেবী তুষ্ট হন, তাতেই ভক্ত সুফল লাভ করেন। সুপারি ও পান পাতার প্রতিকার নিয়ে নবরাত্রির সময় পান দিয়ে কিছু প্রতিকার গ্রহণ করা খুবই কার্যকর বলে মনে করা হয়।