আজ থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, সংসারে যদি আর্থিক কষ্ট হয়ে থাকে প্রবল, তাহলে পান পাতা দিয়ে প্রতিকার করুন ঘরে বসেই

চৈত্র নবরাত্রি উৎসবে সঠিক নিয়ম মেনে দেবী দুর্গাকে তুষ্ট করতে পারলেই সংসারের দীর্ঘ দিনের আর্থিক অনটন থেকে মুক্তি পাবেন আপনি।

 

Web Desk - ANB | Published : Mar 20, 2023 5:55 PM / Updated: Mar 22 2023, 02:53 PM IST
110

মার্চ মাসের ২২ তারিখ, অর্থাৎ ঠিক দু’দিন পর থেকেই শুরু হচ্ছে চলতি বছরের চৈত্র নবরাত্রি তিথি। শক্তির আরাধনা জন্য এই পুণ্য তিথিতে দেবী দুর্গাকে খুশি করতে পারলে পূরিত হয় দীর্ঘদিনের মনস্কামনা। হিন্দু ধর্ম মতে,  নবরাত্রির সময় দেবী দুর্গার প্রিয় জিনিসগুলি দিয়ে পুজো করলে দেবী তুষ্ট হন, তাতেই ভক্ত সুফল লাভ করেন। সুপারি ও পান পাতার প্রতিকার নিয়ে নবরাত্রির সময় পান দিয়ে কিছু প্রতিকার গ্রহণ করা খুবই কার্যকর বলে মনে করা হয়।

210

চৈত্র নবরাত্রি তিথিতে পান পাতার ওপর এলাচ ও লবঙ্গ রেখে পান তৈরি করে মায়ের চরণে অর্পণ করুন। এই প্রতিকার করলে সব ধরনের ঋণের বোঝা থেকে নিস্তার পেতে পারবনে। দীর্ঘদিন ধরে যদি ব্যাঙ্ক থেকে লোন নেওয়া থাকে এবং আপনি তা পরিশোধ করতে অপারগ হয়ে থাকেন, তাহলে এই প্রতিকার মেনে চলুন।

310

নবরাত্রি তিথিতে এই নিয়ম পালন করলে ভক্তের আয় বৃদ্ধি পায় ও শীঘ্রই ঋণ থেকে মুক্ত হওয়া যায়।

410

তবে শুধু ঋণ থেকে মুক্ত হওয়াই নয়। চাকরি এবং ব্যবসায় সাফল্য দিতেও সহায়তা করতে পারে এই তিথি।  নবরাত্রির সময় একটানা নয় দিন পানের দু’পাশে সরষের তেল লাগিয়ে দেবী দুর্গাকে নিবেদন করুন ও রাতে সেই তেল মাখানো পাতা মাথার দিকে রেখে ঘুমান। এই প্রতিকারটি অবশ্যই চাকরি ও ব্যবসায় সাফল্য এনে দেবে।

510

নবরাত্রির প্রথম ৫ দিন ধরে প্রত্যেক দিন একটি করে পান পাতার ওপর চন্দন দিয়ে দশভুজার বীজ মন্ত্র লিখে দুর্গার চরণে অর্পণ করুন। নবমীর দিন সেই সমস্ত পান সংগ্রহ করে একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিন।

610

এই নিয়ম পালন করলে সংসারে যে টাকাপয়সার টানাটানি চলছে, তা দূর হবে অতি শীঘ্রই।

710

নবরাত্রির নয় দিনের মধ্যে মঙ্গলবার ও শনিবার পান পাতার ওপরে মসৃণ দিকটায় সিঁদুর দিয়ে ‘জয় শ্রী রাম’ লিখে শ্রী হনুমানের মূর্তির হাতে, বা তাঁর সামনে নিবেদন করুন।

810

এই পদ্ধতিটি অবলম্বন করলে আর্থিক টানাপড়েনের পাশাপাশি জীবনের দাম্পত্য ঝামেলারও অবসান হবে। কিন্তু, মনে রাখবেন, ভুল করেও শ্রী হনুমানের মূর্তির পায়ে ওই সিঁদুরমাখা পানটি অর্পণ করবেন না।

910

নবরাত্রির তিথিতে প্রত্যেকদিন মা দুর্গার সামনে একটি পান পাতা রেখে তার ওপর গোলাপের পাপড়ি নিবেদন করুন। এই প্রতিকার করলে ঘরে অর্থের আগমন বাড়ে ও অর্থ সংক্রান্ত সমস্যাও দূর হয়।

1010

নবরাত্রির নয় দিন পরে, মোট নয়টি পান পাতা নিয়ে চলমান জলে ভাসিয়ে দিন। দেবী দুর্গা আপনার উপর প্রসন্ন হলেই দ্রুত পূরণ হবে মনোস্কামনা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos