অনেক সময় পারিবারিক জটিলতা চলতেই থাকে। এর থেকে মুক্তির রাস্তা খুঁজে পান না অনেকেই। আজ রইল সহজ এক টোটকা।
নানান কারণে পারিবারিক অশান্তি চলতেই থাকে। কখনও আর্থিক জটিলতা। কখনও সম্পত্তি সংক্রান্ত অশান্ত তো কখনও দেখা দেয় কোনও শারীরিক জটিলতা। পরিবারের কোনও সদস্যের শারীরিক জটিলতা থাকলে তা নিয়ে সকলেই দুশ্চিন্তায় ভোগেন। অনেক সময় পারিবারিক জটিলতা চলতেই থাকে। এর থেকে মুক্তির রাস্তা খুঁজে পান না অনেকেই। আজ রইল সহজ এক টোটকা।
পারিবারিক সমস্যা বাড়তে থাকলে জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। এবার থেকে রোজ সন্ধ্যায় ধুপ দেখানোর সময় অবশ্যই এই কাজ করুন, সংসারে আসবে শান্তি। তেমনই পরিবারের সকলের উন্নতি ঘটবে। শাস্ত্র মতে, বাড়িতে ধুনো জ্বালানোর সময় ইতিবাচক শক্তির আগমন হয়। এবার থেকে পাঁচ বা সাতটি নিমপাতা নিন। তাতে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। এবার সেই পাতা রোদে শুকিয়ে নিন। এবার ধুনো দেওয়ার সময় এই নিমপাতা ধুনোর মধ্যে দিয়ে দিন। প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার এই টোটকা পালনে মিলবে উপকার। আর্থিক জটিলতা দূর হবে। আর্থিক উন্নতি ঘটবে। তেমনই পরিবারের সকলের ভাগ্যের উন্নতি হবে। সঙ্গে সকলের আয় বাড়বে। তেমনই সকল জটিলতা কেটে যাবে।
শাস্ত্র মতে, ঘরে নেতিবাচক শক্তি থাকলে পরিবারে নানান সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতে ধুনোর টোটকা পালনের সঙ্গে আরও কিছু টোটকা পালন করতে পারেন। পরিবারে বিবাদ চলতেই থাকলে বাড়িতে পুজো করুন। বাড়িতে হোম করালে সমস্যা দূর হবে। তেমনই, গ্রহের পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়। এক্ষেত্রে গ্রহ শান্তির পুজো করুন। তেমনই কয়টি সহজ বাস্তু টোটকা মেনে চলুন। ঘরে নেতিবাচক এনার্জি দূর করতে পুরনো ছেঁড়া জামা ও পুরনো কাগজ বাতিল করুন। অপ্রয়োজনীয় নষ্ট হওয়া জিনিস ঘরে রাখবেন না। বিশেষ করে স্তূপ করে রাখা কাগজ থেকে তৈরি হয় নেতিবাচক এনার্জি। যা পারিবারিক অশান্তির কারণ হতে পারে। তাই ঘরে এমন জিনিস রাখুন যার থেকে কোনও নেতিবাচক এনার্জি তৈরি হবে না। এবার থেকে মেনে চলুন এই সকল টিপস। নিয়ম করে নুন জলে ঘর মুছুন। ঘর মোছার জলে কয়ের ফোঁটা নুন দিয়ে দিন। এই জলে ঘর মুছুন। এতে সকল নেতিবাচক এনার্জি দূর হয়ে ঘরে ইতিবাচক এনার্জি। এবার থেকে মেনে চলুন এই সকল টোটকা। মিলবে উপকার। জ্যোতিষ উপায় সমস্যা থেকে মিলবে মুক্তি।
আরও পড়ুন
নেতিবাচক কাজ থেকে দূরে থাকুন এই তারিখের জাতক জাতিকা, রইল সংখ্যাতত্ত্বের গণনা
শুক্রবারে এই রাশিগুলির বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, দেখে নিন আপনার আজকের রাশিফল
জুলাই মাসে ধনু রাশির সমাজে সম্মান ও খ্যাতি বাড়বে, জেনে নিন এই মাসে কেমন প্রভাব ফেলবে আপনার উপর