পুজোর সময় বৃহস্পতি থাকবে তুঙ্গে, আয় বাড়বে এই তিন রাশির জাতক-জাতিকার

Published : Oct 03, 2023, 04:53 PM IST
Bureaucrat Shares Pic Of Money Kept By Students In Answer Sheets

সংক্ষিপ্ত

তিন রাশির কর্মক্ষেত্র ও ব্যবসায় আসবে সাফল্য। দেখে নিন কাদের ভাগ্যের চাকা ঘুরবে। দেখে নিন তালিকায় কোন কোন রাশির ছেলে মেয়েরা আছেন তালিকায়।

আয়ের রাস্তা বৃদ্ধি পাক তা সকলেরই কাম্য। সকলেই খোঁজে আয়ের নতুন পথ। বিশেষ করে পুজোর সময় আয় বৃদ্ধি পাক তা সকলেরই কাম্য। এই সময় সকলেই মনের মতো উপভোগ করতে চান। সে কারণে প্রয়োজন অর্থ। তবে, মা লক্ষ্মীর কৃপা না থাকলে আয়ের নতুন পথ পাওয়া কঠিন। কিন্তু, এবছর পুজোর সময় ভাগ্য খুলতে চলেছে তিন রাশির। আগামী ১৮ অক্টোবর চতুর্থীর দিন তুলা রাশিতে সূর্য প্রবেশ করতে চলেছে। সে কারণে কয়টি রাশির ভালো সময় শুরু হবে। শাস্ত্র মত, তিন রাশির কর্মক্ষেত্র ও ব্যবসায় আসবে সাফল্য। দেখে নিন কাদের ভাগ্যের চাকা ঘুরবে। দেখে নিন তালিকায় কোন কোন রাশির ছেলে মেয়েরা আছেন তালিকায়।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। পুজোর মাসে সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব পড়বে মিথুন রাশির ওপর। সে কারণ এই রাশির সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে এই রাশির ছেলে মেয়েদের। প্রেমের সম্পর্কে সাফল্য আসবে এই রাশির জাতক জাতিকার। এই রাশির ছেলে মেয়েদের ধন লাভ হতে। ভালো সময় শুরু হতে চলেছে মিথুন রাশির জন্য।

ধনু রাশি

রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। সূর্যের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের ভালো সময়ের সূচনা হবে। সূর্য এই রাশির একাদশ স্থানে অবস্থানে বিচরণ করবে। আয়ের নতুন পথ খুঁজে পেতে পারেন। তেমনই অর্থ উপার্জন করতে পারেন নতুন ভাবে। ধনু রাশির ছেলে মেয়েরা ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন। মেনে চলুন শাস্ত্র মত। ভালো সময় শুরু হতে পারে এই রাশির জন্য।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। ভালো সময় শুরু হবে কন্যা রাশির ছেলে মেয়েদের। কন্যা রাশির ছেলে মেয়েদের ভালো সময় শুরু হবে। সূর্য আপনাদের অর্থ স্থানে বিচরণ করবে। এর প্রভাবে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তেমনই নতুন কোনও টেন্ডার পেতে পারেন। তেমনই সরকারে সঙ্গে যুক্ত কাজে মিলবে উপকার। ভালো সময় শুরু হতে চলেছে কন্যা রাশির ছেলে মেয়েরা।

 

আরও পড়ুন

Gemini Monthly Horoscope: দুর্গাপুজোর মাসে মিথুন রাশি চাকরি ও পৈতৃক ব্যবসায় লাভের যোগ, জেনে নিন এই মাসে কেমন প্রভাব ফেলবে

Mangal Gochar 2023: আগামী ৪৩ দিন এইরাশিগুলির জন্য অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে, কর্মক্ষেত্র ও পরিবারে মারাত্মক সমস্যা হতে পারে

আজ বিশেষ কারণে মানসিক চাপ বাড়বে এই তারিখের জাতক জাতিকার, রইল সংখ্যাতত্ত্বের গণনা

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বৃহস্পতিবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল