তৈরি হয়েছে মহাধন যোগ, ভালো সময় চলছে এই তিন রাশির, দেখে নিন লাভবান হবেন কারা

Published : Nov 28, 2023, 11:23 AM ISTUpdated : Nov 28, 2023, 11:34 AM IST
International Astrology Day

সংক্ষিপ্ত

২৭ নভেম্বর কার্তিক পূর্ণিমা। এই দিন বুধ গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে ভালো সময় চলছে তিন রাশির। দেখে নিন তালিকা।

শাস্ত্র মতে, কার্তিক মাস বেশ গুরুত্বপূর্ণ। এই মাসে পবিত্র নদীতে স্নানের রীতি প্রচলতি। তেমনই প্রতিদিন তুলসী ও কলা গাছের পুজো করার রীতিও প্রচলিত। এই মাসে দান করলে কিংবা অসহায়কে সাহায্য করলেও মিলবে উপকার। এই কার্তিক মাসে কার্তিক পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ যোগ। তৈরি হচ্ছে মহাধন যোগ, কার্তিক পূর্ণিমায় লাভবান হবেন এই তিন রাশি। দেখে নিন তালিকায় কে কে আছেন। ২৭ নভেম্বর কার্তিক পূর্ণিমা। এই দিন বুধ গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। এর প্রভাবে ভালো সময় শুরু হবে তিন রাশির। দেখে নিন তালিকা।

মেষ রাশি

মহাধন যোগে লাভবান হবেন মেষ রাশির জাতক জাতিকা। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। পারিবারিক জীবনেও সময় কাটবে শান্তিপূর্ণ ভাবে। এই সময় ঘটবে উন্নতি। বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। তেমনই সব মিলিয়ে দারুণ সময় কাটবে। আর্থিক উন্নতি ঘটবে এই সময়।

মিথুন রাশি

মিথুন রাশির জন্য অত্যন্ত ভালো সময়। এই রাশির জাতক জাতিকা এই সময় পারিবারিক সমর্থন পাবেন। টাকা পয়সার অভাব কেটে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। এই সময় সব ক্ষেত্রে হবে উন্নতি। নানান সমস্যা থেকে পাবেন মুক্তি। মিথুন রাশির ছেলে মেয়েরা এই বিশেষ যোগে লাভবান হবেন। টাকা পয়সা সংক্রান্ত সকল জটিলতা থেকে মুহূর্তে মিলবে মুক্তি।

মকর রাশি

মকর রাশির জন্যও ভালো সময়। এই সময় সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন। তেমনই এই সময় আর্থিক লাভ হবে। বিনিয়োগের কোনও পরিকল্পনা থাকলে এখন করতে পারেন। এটি আদর্শ সময়। সব মিলিয়ে মহাধন যোগে উপকারী ফল পাবেন এই রাশির ছেলে মেয়েরা।  মেনে চলুন শাস্ত্র মত। এতে মিলবে উপকার। 

আরও পড়ুন

জ্যোতিষ কথা : আপনার আজকের দিন কেমন যাবে, দেখুন ২৮ নভেম্বরের রাশিফল

Venus Transit 2023: রাশিগুলির জীবনে টাকার বৃষ্টি নামাবে এই গোচর, জীবনে আসবে আমূল পরিবর্তন

 

 

 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল