জ্যোতিষশাস্ত্রের ৪টি রাশির জাতক ও জাতিকা রয়েছে যারা নিজের জমানো বা আয় করা টাকা জলের মত খরচ করতে পারে। টাকা ওড়াতে এদের কোনও সমস্যা হয় না।
অনেক মানুষ রয়েছে যারা জলের মত অর্থ ব্যায় করে যায়। অনেক মানুষ রয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া নিজের গচ্ছিত টাকা খরচ করতেও চায় না। এগুলিও অনেকটা নির্ভর করে রাশিফলের ওপর। প্রত্যেক মানুষের নিজের বৈশিষ্ট্য রয়েছে। তারা নিজের মত করে জীবন কাটায়। কিন্তু এগুলি সবই নির্ভর করে রাশিফলের ওপর। জ্যোতিষশাস্ত্রের ৪টি রাশির জাতক ও জাতিকা রয়েছে যারা নিজের জমানো বা আয় করা টাকা জলের মত খরচ করতে পারে। টাকা ওড়াতে এদের কোনও সমস্যা হয় না।
মেষা রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যান্ত রোমাঞ্চকরভাবে বেঁচে থাকতে চায়। এরা খুব দুঃসাহসিক প্রকৃতির জন্য পরিচিত। নিজেদের অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চের জন্য জলের মত টাকা খরচ করতে পিছপা হয় না। হুহু করে এরা এদের জমা-পুঁজি নিজেদের শখ মেটানোর জন্য খরচ করে।
সিংহ রাশি
রাশিচক্রের এটি রাজা রাশি। এদের রাজকীয় উপস্থিতি অন্য সকলের মন কেড়ে নেয়। এরা সকলের মধ্যমণি হয়ে থাকতে চায়। আর সেই কারণে এদের প্রধান সম্বল হল অর্থ। নিজের টাকা নিজেদের প্রচার , প্রভাব আর প্রতিপত্তি বজায় রাখতে এরা জলের মত ব্যায় করে। পাশাপাশি এরা নিজেদের বিলাসিতার জন্যও প্রচুর টাকা খরচ করে। জামা কাপড় আর বইপত্রের জন্য এরা জলের মত টাকা খরচ করতে দ্বিধা করে না। তবে এরা মূলত রাজকীয় অর্থ খরচ করে বদ্ধপরিকর।
তুলা রাশি
তুলা রাশির জাতক ও জাতিকারা সম্পর্কে ভারসাম্য বজায় রাখতে পারদর্শী। এরা যখন অর্থ পায় তখন খরচ করতে দ্বিধা করে না। প্রেমের জন্য আর ভালবাসার মানুষের জন্য এরা দুই হাতে অর্থ খরচ করতে পারে। পাশাপাশি এরা সুন্দর আর বিলাসবহুল জীবন কাটাতে খুব পছন্দ করে। সেই কারণে এরা প্রচুর টাকা খরচ করতে পারে। অনেক সময় এরা ধার করেই নিজের সাধ মেটাতে দেদার অর্থ ব্যায় করে।
ধনু রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অভিযাত্রী প্রকৃতির হয়। সর্বদাই এরা নতুন নতুন অভিজ্ঞতা ও আবিষ্কারের সন্ধানে মেতে থাকতে পারে। অন্বেষণের জন্য এরা দেদার অর্থ ব্যায় করতে পাশাপাশি ভ্রমণ, শিক্ষার জন্য এরা টাকা ব্যায় করতে দ্বিধাগ্রস্ত হয় না। এরা নিজেদের সমৃদ্ধ করার জন্যও প্রচুর টাকা খরচ করে।