Horoscope November: মিলবে 'জব স্যাটিসফেকশন' এবং ব্যবসাতে অবিশ্বাস্য সাফল্য! কপাল ফিরছে ৫ রাশির

Published : Oct 25, 2024, 08:35 PM ISTUpdated : Oct 26, 2024, 01:23 AM IST

নভেম্বর মাস পড়তেই, পাঁচ রাশির জাতক-জাতিকারা সাফল্যের মুখ দেখতে চলেছেন। 

PREV
110
আর মাত্র কয়েকদিন। তারপরেই নতুন মাস

আর এই আসন্ন নভেম্বর (November) মাসেই শনিদেব, তাঁর গতি পরিবর্তন করবেন।

210
সেইসঙ্গে, আবার সূর্য, শুক্র এবং বুধ সহ ৪টি গ্রহেরও অবস্থানের বদল ঘটবে

ফলে, তখন শনিদেব শশ রাজযোগ তৈরি করবেন।

310
ওদিকে আবার স্বরাশিতে মার্গী হওয়ার পর,

সেই শশ রাজযোগের শুভ প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত জ্যোতিষশাস্ত্রের (Astrology)।

410
স্বভাবতই, শনির প্রত্যক্ষ গতি সহ ৪টি গ্রহের পরিবর্তন হবে

আর সেই কারণেই, পাঁচটি রাশির জাতক-জাতিকাদের কপাল খুলতে চলেছে।

510
চলুন দেখে নেওয়া যাক কাদের ভাগ্য ফিরছে?

মাস পড়লেই যারা পেতে পারেন সাফল্য (Success)।

610
মেষ রাশিঃ নভেম্বর মাসটি দুর্দান্ত হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য

কারণ, অর্থ এবং ব্যবসার দিক দিয়ে ব্যাপক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তারা এই মাসে ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারেন। শুধু তাই নয়, চাকরিজীবীরাও এই মাসে বেশ অনেকটাই ভালো জায়গায় পৌঁছবেন। যা এনে দেবে ‘জব স্যাটিসফ্যাকশন (Job Satisfaction)।’ অন্যদিকে, দীর্ঘস্থায়ী বেশ কিছু সমস্যার থেকেও মুক্তি মিলবে এবং এই রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্যের দিক দিয়েও বেশ উন্নতি করবেন।

710
কর্কট রাশিঃ আসন্ন নভেম্বর মাস এই রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদ হয়ে আসতে চলেছে

কারণ, জীবনে আসবে সুখ এবং ব্যবসায়ীরা দেখবেন লাভের মুখ। শুধু তাই নয়, চাকরিতে আসবে প্রোমোশন। ফলে, অনেকদিনের বাসনা পূর্ণ হলে মনে ফিরবে শান্তি (peace)। জীবনের অপূর্ণ কাজ মিটিয়ে নেওয়ার সুযোগ মিলবে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বেশ ভালোই কাটবে।

810
তুলা রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য আসছে সেরা সময়

সবথেকে বড় বিষয় হল যে, নভেম্বরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক-জাতিকাদের। সেইসঙ্গে, চাকরির ইন্টারভিউতেও মিলতে পারে বড় সাফল্য। খুঁজে পেতে পারেন মনের মতো পার্টনার। তাছাড়া, কর্মজীবনেও পদন্নোতির ব্যাপক সম্ভাবনা তো আছেই।

910
বৃশ্চিক রাশিঃ দুরন্ত এক সময় আসছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য

একদিকে যেইরকম ব্যবসায় অর্থ উপার্জনের ভালো সুযোগ রয়েছে, অন্যদিকে সম্পত্তিও বৃদ্ধি পাবে। অন্যদিকে, চাকরিজীবীদের জন্য আসবে ‘জব স্যাটিসফেকশন।’ এমনকি, বিদেশে যাওয়ারও যোগ রয়েছে। সেইসঙ্গে, যারা ব্যবসা করেন, তারাও দেখবেন লাভের মুখ।

1010
কুম্ভ রাশিঃ এই রাশির জাতকদের জন্য এই মাসটি খুবই ভালো যাবে

কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সামনে রয়েছে উন্নতির অবারিত দ্বার এবং নতুন কিছু করার কথা ভাবলে, সেই সিদ্ধান্ত আগামীতে সঠিক বলেই প্রমাণিত হবে। ব্যবসাতে (Business) আসতে পারে সাফল্য। নতুন ব্যবসা শুরুও করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories