
আর এই আসন্ন নভেম্বর (November) মাসেই শনিদেব, তাঁর গতি পরিবর্তন করবেন।
ফলে, তখন শনিদেব শশ রাজযোগ তৈরি করবেন।
সেই শশ রাজযোগের শুভ প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মত জ্যোতিষশাস্ত্রের (Astrology)।
আর সেই কারণেই, পাঁচটি রাশির জাতক-জাতিকাদের কপাল খুলতে চলেছে।
মাস পড়লেই যারা পেতে পারেন সাফল্য (Success)।
কারণ, অর্থ এবং ব্যবসার দিক দিয়ে ব্যাপক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তারা এই মাসে ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারেন। শুধু তাই নয়, চাকরিজীবীরাও এই মাসে বেশ অনেকটাই ভালো জায়গায় পৌঁছবেন। যা এনে দেবে ‘জব স্যাটিসফ্যাকশন (Job Satisfaction)।’ অন্যদিকে, দীর্ঘস্থায়ী বেশ কিছু সমস্যার থেকেও মুক্তি মিলবে এবং এই রাশির জাতক-জাতিকারা স্বাস্থ্যের দিক দিয়েও বেশ উন্নতি করবেন।
কারণ, জীবনে আসবে সুখ এবং ব্যবসায়ীরা দেখবেন লাভের মুখ। শুধু তাই নয়, চাকরিতে আসবে প্রোমোশন। ফলে, অনেকদিনের বাসনা পূর্ণ হলে মনে ফিরবে শান্তি (peace)। জীবনের অপূর্ণ কাজ মিটিয়ে নেওয়ার সুযোগ মিলবে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে বেশ ভালোই কাটবে।
সবথেকে বড় বিষয় হল যে, নভেম্বরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তুলা রাশির জাতক-জাতিকাদের। সেইসঙ্গে, চাকরির ইন্টারভিউতেও মিলতে পারে বড় সাফল্য। খুঁজে পেতে পারেন মনের মতো পার্টনার। তাছাড়া, কর্মজীবনেও পদন্নোতির ব্যাপক সম্ভাবনা তো আছেই।
একদিকে যেইরকম ব্যবসায় অর্থ উপার্জনের ভালো সুযোগ রয়েছে, অন্যদিকে সম্পত্তিও বৃদ্ধি পাবে। অন্যদিকে, চাকরিজীবীদের জন্য আসবে ‘জব স্যাটিসফেকশন।’ এমনকি, বিদেশে যাওয়ারও যোগ রয়েছে। সেইসঙ্গে, যারা ব্যবসা করেন, তারাও দেখবেন লাভের মুখ।
কর্মজীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সামনে রয়েছে উন্নতির অবারিত দ্বার এবং নতুন কিছু করার কথা ভাবলে, সেই সিদ্ধান্ত আগামীতে সঠিক বলেই প্রমাণিত হবে। ব্যবসাতে (Business) আসতে পারে সাফল্য। নতুন ব্যবসা শুরুও করতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।