Horoscope: প্রথম প্রেমেই বিয়ে, এই রাশির মহিলারা প্রথম প্রেমিককেই স্বামী হিসেবে পায়

জ্যোতিষ অনুযায়ী প্রেম আর বিয়ের মধ্যে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। রাশিফল অনুযায়ী বলে দেওয়া যায় কোন রাশির মহিলাদের বিয়ে হয় তাদের প্রেমিকার সঙ্গে।

 

প্রেম ও বিয়ে অত্যান্ত জটিল একটি বিষয়। অনেক সময় প্রেম পরিণতি পায়। অনেক সময় প্রেম পরিণতি পায় না। প্রেমহীন বিয়েও আবার অনেক সময় সুন্দর হয়। জ্যোতিষ অনুযায়ী প্রেম আর বিয়ের মধ্যে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। রাশিফল অনুযায়ী বলে দেওয়া যায় কোন রাশির মহিলাদের বিয়ে হয় তাদের প্রেমিকার সঙ্গে।

১. মেষ রাশি

Latest Videos

এই রাশির মহিলারা অত্যান্ত নির্ভীক হয়। এরা খুব উৎসাহী হয়, পথপ্রদর্শক হয়। এই রাশির মহিলারা কোনও কিছুতেই লজ্জা নয়। এরা অত্যান্ত অনুগত হয়। প্রথম প্রেম এদের জীপবে গুরুত্বপূর্ণ। প্রথম প্রেমিককেই এরা বিয়ে করতে। জীবনে একবারমাত্রই ভালবাসে এই রাশির মহিলারা।

২. কর্কট রাশি

এই রাশির জাতিকারা অত্যান্ত আবেগপ্রবণ হয়। পারিবারিক বন্ধনে প্রবলভাবে বিশ্বাসী। এই মহিলারা নিরাপত্তা ও মানসিক পরিপূর্ণতার ওপর সবথেকে বেশি আস্থা রাখে। এই আকাঙ্খা প্রায়ই জীবনের প্রথম দিকে তাদের প্রেমের ওপরই সবথেকে বেশি আস্থা রাখে। এরা লালনপালনে সবথেকে বেশি বিশ্বাস করে। আর সেই কারণে প্রথম প্রেমের ওপরই সবথেকে বেশি আস্থা রাখে। প্রথম প্রেমিককে এরা স্বামী রূপে গ্রহণ করার জন্য সবকাজ করতে পারে।

৩. তুলা রাশি

এই রাশির মহিলারা প্রেমের ওপর সবথেকে বেশি আস্থা রাখে। তুলা রাশির মহিলারা প্রথম জীবনসঙ্গীর ওপর সবথেকে নির্ভরশীল থাকে। এরা প্রেম ও সাংসারের মধ্যে একটি সুরেলা সম্পর্ক তৈরি করতে পারে। এরা অত্যান্ত কূটনৈতিক হয়। তবে প্রেমকে কোনও অবস্থাতেই এরা হাতছাড়া করতে রাজি নয়। তবে প্রথম প্রেমিককে স্বামী হিসেবে পাওয়ার জন্য এরা অনেক পরীক্ষা দেয়। চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

৪. মীন রাশি

এই রাশির জাতিকারা অত্যান্ত রোমান্টিক ও স্বপ্নময় হয়। এরা প্রেমের প্রতি আস্থাশীল। এই মহিলাদের জীবন একটি রূপকথার মত। প্রথম প্রেম এদের জীবনে অমূল্য। তাই এরা প্রথম প্রেমকে খুবই গুরুত্ব দেয়। সেই কারণে প্রথম প্রেমিককেই স্বামীহিসেবে গ্রহণ করে।

Share this article
click me!

Latest Videos

Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু