মহাজাগতিক কথা অনুযায়ী চার রাশির মহিলা রয়েছে যারা জীবনে চট করে কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না। খুব দ্রুত যে কোনও মানুষকে নিজেদের জীবনে মেনে নিতে পারে না।
রাশিচক্র অনুযায়ী যে কোনও মানুষকে অনেক বেশি ভাল করে জানা যায়। কোনও মানুষের মনের কথাও অনেক সময় বলে দেওয়া যায়। মহাজাগতিক কথা অনুযায়ী চার রাশির মহিলা রয়েছে যারা জীবনে চট করে কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না। খুব দ্রুত যে কোনও মানুষকে নিজেদের জীবনে মেনে নিতে পারে না। এরা খুব ধীর গতিতে যে কোনও সম্পর্ককে আপন করে নেয়।
কর্কট রাশি-
এই রাশির জাতিকারা অত্যন্চ আবেগপ্রবণ হয়। এরা চাঁদ দ্বারা শাসিত। এরা খুবই অনুগত প্রবণ হয়। তবে যে কোনও সম্পর্ক গড়ে তুলতে এরা খুব সময় নেয়। দ্রুত যে কোনও মানুষকে নিজের কাছে আসতে দেয় না। সেই মানুষটি সম্পূর্ণ জানার পরই জীবনে প্রবেশের অধিকার দেয়। এরা সম্পর্ক মূল্যায়ন করতে ভাল পারে। এরা মানসিক জটিলতায় যেতে চায়। তবে ধীরে হলেও এরা দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাস করে।
বৃশ্চিক রাশি
এই রাশির মহিলারা রহস্যে ঘেরা থাকে। নিজেদের চারদিকে একটি প্রাচীর তুলে রাখতে পছন্দ করে। এরা সংযোগের গভীরতা ও সততাকে মূল্য দেয়। তাদের ব্যক্তিত্বের স্তরগুলিকে উন্মোচন করার জন্য সময়ের প্রয়োজন হয়। এই রাশির জাতিকারা আস্থাকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। এরা সম্পর্কের জন্য কঠিন পরিশ্রম করতেও রাজি।
মকর রাশি
মকর রাশির মহিলারা কৌশলগত মানসিকতার সঙ্গে সম্পর্কযুক্ত হয়। এরা প্রতিশ্রুতি পুরণে সর্বতো ভাবে চেষ্টা করে। মকর রাশির জাতিকারা যে কোনও সম্পর্ক তৈরির জন্য অনেক ধৈর্য ধরতে পারে। কারণ এরা বিশ্বাস আর আস্থার ওপর সম্পূর্ণরূপে নির্ভর করতে পারে। এরা সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সাবধানে পা রাখতে পছন্দ করে। এরা সম্পর্কে ধারাবাহিকতা রাখতে আগ্রহী।
কুম্ভ রাশি
এই রাশির মহিরালা স্বাধীন ও প্রগতিশীল চিন্তাধারার জন্য পরিচিত। এরা এদের স্বাধীনতাকে মূল্য দেয়। আর সেই কারণে নিজেদের স্বাধীনতা যাতে বজায় থাকে তারজন্য সবদিকে দেখেশুনে তবেই সিদ্ধান্ত নেয়। কুম্ভ রাশির মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য বুদ্ধিবৃত্তিকভাবে উদ্দীপক কথোপকথনে নিযুক্ত হন এবং ব্যক্তিগত স্থানের জন্য তার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতে হয়। এদের আদর্শের সঙ্গে অন্যজনের আদর্শ মিললেই তবেই এরা সম্পর্কে আবদ্ধ হতে চায়।